আর্জেন্টিনার দায়িত্ব গ্রহণের পর কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে কোপা আমেরিকা ও বিশ্বকাপের শিরোপা উপহার দেন লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন ফুটবলের এই মহাতারকা। সেখানে কেমন আছেন প্রিয় শিষ্য তা দেখতেই মায়ামির ডিআরভি পিএনকে হাজির হন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।
শনিবার (১২ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসির ইন্টার মিয়ামি ও শার্লট এফসির মধ্যকার ম্যাচটি দেখতে যুক্তরাষ্ট্রে হাজির হন আর্জেন্টিনার কোচ স্কালোনি। মায়ামির স্টেডিয়ামে গুরুর হাজির হওয়া ম্যাচে ৪-০ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। যেখানে প্রিয় শিষ্য এলএমটেন করেন একটি গোল।
পুরো ম্যাচজুড়েই জাদু দেখান স্কালোনির প্রিয় শিষ্য লিওনেল মেসি। মাত্র ১২ মিনিটেই টানা দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়েও নিঃস্বার্থভাবে বল তুলে দেন সতীর্থ জোসেফ মার্টিনেজের হাতে। ৮৭ মিনিটে মায়ামির দর্শকদের গোল উপহার দেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী। তার গোলেই ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটি লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে যায়।
এই নিয়ে টানা ৫ ম্যাচেই ইন্টার মায়ামির হয়ে গোলের দেখা পেলেন মেসি। মায়ামির জার্সিতে আর্জেন্টাইন অধিনায়কের গোল সংখ্যা দাঁড়ালো ৮। আগামী ১৬ আগস্ট সকালে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মেসির মায়ামি।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রিয় শিষ্য লিওকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখে খুশি জাতীয় দলের বস স্কালোনি। তিনি বলেন, ‘লিওকে (মেসি) মায়ামিতে দেখতে সপরিবারে আমি এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী আছে। আর সে যখন খুশি থাকে তখন অন্য সবার চেয়ে ভিন্নভাবে সবকিছু করে থাকে।’
মন্তব্য করুন