স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসির স্পষ্ট বার্তা: শিরোপার লক্ষ্যেই মাঠে নামছে মায়ামি!

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি এবার খোলাখুলিভাবে জানিয়ে দিলেন ইন্টার মায়ামির মৌসুমের লক্ষ্য। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শুরু করে মেজর লিগ সকার (এমএলএস)-এর উন্নতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও প্রকাশ করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

এই মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত শুরু করেছেন মেসি। দলে নতুন খেলোয়াড়দের যোগদান এবং কোচ হিসেবে হাভিয়ের মাশ্চেরানোর আসার পর থেকে দলটির পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। মেসি জানিয়েছেন, ইন্টার মায়ামির একমাত্র লক্ষ্য এবার ট্রফি জেতা।

‘আমরা ইন্টার মায়ামিকে শিরোপা জয়ের দলে পরিণত করতে চাই। জয়ী হওয়া, নিজেদের উন্নত করা এবং সেরা ফুটবল খেলাই আমাদের উদ্দেশ্য। নতুন খেলোয়াড়দের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে,’ মেসি বলেন অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে।

ইন্টার মায়ামি দলে নতুন শক্তি যোগ করেছে তরুণ প্রতিভাবান ফুটবলার তেলাস্কো সেগোভিয়া, গঞ্জালো লুজান এবং তাদেও আলেন্দে। পাশাপাশি অভিজ্ঞতার ভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন ও ফাফা পিকল্টের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে। মাশ্চেরানো এখন দলের পারফরম্যান্স উন্নত করে গত মৌসুমের হতাশা পেছনে ফেলার চেষ্টা করছেন, যেখানে দলটি প্লে-অফের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল।

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকে লিগটির উন্নতি নিয়ে বারবার প্রশংসা করেছেন মেসি। তিনি মনে করেন, এমএলএস এখন শুধু মার্কিন সংস্কৃতির অংশই নয়, বরং বিশ্ব ফুটবলেও নিজের শক্ত অবস্থান তৈরি করছে। ‘এমএলএস অনেক উন্নতি করেছে, লিগটা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এখানকার প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হয়ে উঠছে,’ বলেছেন মেসি।

তিনি আরও যোগ করেন, এমএলএসের খেলাগুলো দ্রুতগতির এবং শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং। লিগে প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের অভাব নেই এবং বেশিরভাগ দল আক্রমণাত্মক ফুটবল খেলে, যা প্রতিযোগিতাটিকে আরও উপভোগ্য করে তুলেছে।

এদিকে, বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন নিয়েও চলছে জোর আলোচনা। যদিও মেসি এখন ইন্টার মায়ামির পরিকল্পনাতেই পুরোপুরি মনোযোগী, তবে ভবিষ্যতে কী হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি আর্জেন্টাইন মহাতারকা।

এবারের মৌসুমে ইন্টার মায়ামির পারফরম্যান্সই বলে দেবে, মেসির নেতৃত্বে ক্লাবটি স্বপ্নের ট্রফি ছুঁতে পারে কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

এপ্রিলে রিউমর স্ক্যানারের অনুসন্ধান / সবচেয়ে বেশি অপতথ্য প্রচারের শিকার যে রাজনৈতিক দল

জামায়াতকে হুমকি, সেই বিএনপি নেতাকে শোকজ

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কত?

নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা

১০

শ্রমিকদলের সমাবেশে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ব্যাপক অংশগ্রহণ

১১

রিউমর স্ক্যানারের অনুসন্ধান / ড. ইউনূসকে নিয়ে সর্বোচ্চ ভুল তথ্য প্রচার এপ্রিলে

১২

স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীকে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি

১৩

পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

১৪

মে দিবসের র‍্যালিতে শ্রমিকদের দুগ্রুপের মারামারি

১৫

এএসপি পদে বিবাহিতদের নিয়োগ না করার প্রস্তাব

১৬

কোন প্ল্যাটফর্মে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, জানাল রিউমর স্ক্যানার

১৭

ওয়ার্ড সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৮

ধান আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২০
X