স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল

এরদোয়ানের সাথে ওজিল। ছবি : সংগৃহীত
এরদোয়ানের সাথে ওজিল। ছবি : সংগৃহীত

এক সময় জার্মানির জার্সি গায়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল, এখন তুরস্কের রাজনৈতিক মঞ্চে। চলমান সংকটে প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা টিকিয়ে রাখার চেষ্টায় সামনে এসেছেন ওজিল। খাবার বিতরণ থেকে জনসংযোগ—সর্বত্র দৃশ্যমান ৩৬ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার, যার রাজনৈতিক পদক্ষেপ ঘিরে বিভক্ত মতামত।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মেসুত ওজিল। সেই ফুটবল সুপারস্টার এখন নিজ শিকড় তুরস্কে, ভিন্ন ভূমিকায়। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (AKP)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের প্রথম ধাপে পা রেখেছেন তিনি।

বর্তমানে তুরস্ক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এর মধ্যেই ওজিলকে দেখা যাচ্ছে জনতার পাশে—রাস্তা ঘাটে ঘুরে খাবার বিতরণ করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ বৃত্তে, যেটি ‘এ-টিম’ নামে পরিচিত, সেখানেও জায়গা করে নিয়েছেন ওজিল। এরদোয়ানের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও ঘনিষ্ঠতা তাকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে এনেছে।

তবে বিতর্কও তার পিছু ছাড়েনি। একদিকে অনেকে বলছেন, বিদেশে খেলেও শিকড়ের সঙ্গে থাকা ওজিলের জন্য এটি গর্বের বিষয়। অন্যদিকে, বিরোধী দল ও সমালোচকদের মতে, জনপ্রিয়তা কাজে লাগিয়ে এরদোয়ান সরকার তাকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে।

দীর্ঘদিনের ক্ষমতায় থাকা এরদোয়ানের সরকার বর্তমানে অর্থনৈতিক মন্দা, উচ্চ দারিদ্র্যের হার (৩৩ শতাংশ), ও বিরোধী রাজনীতিবিদদের দমন করার অভিযোগে প্রশ্নবিদ্ধ। মার্চে ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করে সরকার, সন্ত্রাস, জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে। সমালোচকরা বলছেন, এটি আসন্ন ২০২৮ নির্বাচনের পথ পরিস্কার করার ষড়যন্ত্রের অংশ।

এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ও হামাসের পক্ষে কঠোর বিবৃতি দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে উত্তেজনার জন্ম দিয়েছে। এই অবস্থায় রাজনৈতিক ফায়দা লুটতে ওজিলের জনপ্রিয়তাকে সামনে আনার কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মেসুত ওজিল মাঠে বল পাস করতেন নিখুঁতভাবে, এবার সময় এসেছে তার রাজনৈতিক পাসের দিকটি দেখার। তবে এই নতুন ইনিংসে তার ভূমিকা কতটা ইতিবাচক নাকি বিতর্কিত হয়—তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১০

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১১

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১২

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৫

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৬

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৮

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

২০
X