স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন যুগের সূচনা’ — রিয়ালের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আলোনসো

কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আলোনসো। ছবি : সংগৃহীত
কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আলোনসো। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর ঘরে ফিরলেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন এই সাবেক মিডফিল্ডার। ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিতে দায়িত্ব নিয়েছেন ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়া কার্লো আনচেলোত্তির জায়গা নিচ্ছেন।

রিয়ালের ভ্যালদেবেবাসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে আলোনসো বললেন, ‘রিয়াল মাদ্রিদের ইতিহাস আরও বড় করতে আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি। সমর্থকেরা এই নতুন যুগ শুরু হওয়ায় রোমাঞ্চিত। এটা আমার জীবনের বিশেষ একটি দিন — আমি যেন নিজের ঘরে ফিরে এসেছি।’

২০২৪-২৫ মৌসুম ছিল মাদ্রিদের জন্য চরম হতাশার। লা লিগা শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে, কোপা দেল রে এবং সুপারকোপা-র ফাইনালে হেরেছে সেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে, আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে।

তাই নতুন কোচ হিসেবে আলোনসোর সামনে বিশাল চ্যালেঞ্জ — শুধু ফলাফলের উন্নতি নয়, বরং একটি নতুন পরিচয় গড়ে তোলা।

২০১৪ সালে খেলোয়াড় হিসেবে রিয়াল ছাড়লেও, আজকের দিনে আলোনসোর অনুভূতি স্পষ্ট, ‘আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, যারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিক থেকেও দারুণ সম্ভাবনাময়। আমি এসেছি পূর্ণ শক্তি ও বিশ্বাস নিয়ে — রিয়াল মাদ্রিদের নামের মর্যাদা রাখতে, এই জার্সির গৌরব ফিরিয়ে আনতে। আমি এমন একটি দল গড়তে চাই যারা মাঠে আবেগ, শক্তি, উচ্চাকাঙ্ক্ষা ছড়িয়ে দেবে এবং সমর্থকদের সঙ্গে হৃদয়ে সংযোগ স্থাপন করবে।’

গত মৌসুমে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল জিতে নজর কাড়েন আলোনসো। এবার তার লক্ষ্য সেই সাফল্য রিয়ালের রাজকীয় চ্যালেঞ্জে রূপান্তর করা।

আনচেলোত্তিকে স্মরণ করে আলোনসো বললেন, ‘কার্লো আমার কোচ ছিলেন, একজন অসাধারণ মানুষ, এক বিশাল প্রভাবক। ওনার কাছ থেকে শিখেছি বলেই আমি আজ এখানে। আমি গর্বের সঙ্গে ওনার উত্তরাধিকার বহন করব।’ আলোনসোর মেয়াদ শুরু হবে ১ জুন থেকে। এরপরই তাঁর বড় মঞ্চ—ফিফা ক্লাব বিশ্বকাপ। মাঠের বাইরে চুক্তির বাজারেও রিয়াল মাদ্রিদ সক্রিয়, যার মধ্যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড-এর সম্ভাব্য আগমন শোনা যাচ্ছে।

জাবি আলোনসো এখন শুধু রিয়ালের কোচ নন, বরং এক নতুন অধ্যায়ের রূপকার। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ আবার সেই গৌরবের শিখরে পৌঁছাতে পারবে কি না—এটাই এখন বার্নাব্যুর প্রতিটি হৃদয়ের প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১০

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১১

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১২

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৩

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৪

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৭

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৮

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৯

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

২০
X