দীর্ঘ ১১ বছর পর ঘরে ফিরলেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন এই সাবেক মিডফিল্ডার। ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিতে দায়িত্ব নিয়েছেন ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়া কার্লো আনচেলোত্তির জায়গা নিচ্ছেন।
রিয়ালের ভ্যালদেবেবাসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে আলোনসো বললেন, ‘রিয়াল মাদ্রিদের ইতিহাস আরও বড় করতে আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি। সমর্থকেরা এই নতুন যুগ শুরু হওয়ায় রোমাঞ্চিত। এটা আমার জীবনের বিশেষ একটি দিন — আমি যেন নিজের ঘরে ফিরে এসেছি।’
২০২৪-২৫ মৌসুম ছিল মাদ্রিদের জন্য চরম হতাশার। লা লিগা শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে, কোপা দেল রে এবং সুপারকোপা-র ফাইনালে হেরেছে সেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে, আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে।
তাই নতুন কোচ হিসেবে আলোনসোর সামনে বিশাল চ্যালেঞ্জ — শুধু ফলাফলের উন্নতি নয়, বরং একটি নতুন পরিচয় গড়ে তোলা।
২০১৪ সালে খেলোয়াড় হিসেবে রিয়াল ছাড়লেও, আজকের দিনে আলোনসোর অনুভূতি স্পষ্ট, ‘আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, যারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিক থেকেও দারুণ সম্ভাবনাময়। আমি এসেছি পূর্ণ শক্তি ও বিশ্বাস নিয়ে — রিয়াল মাদ্রিদের নামের মর্যাদা রাখতে, এই জার্সির গৌরব ফিরিয়ে আনতে। আমি এমন একটি দল গড়তে চাই যারা মাঠে আবেগ, শক্তি, উচ্চাকাঙ্ক্ষা ছড়িয়ে দেবে এবং সমর্থকদের সঙ্গে হৃদয়ে সংযোগ স্থাপন করবে।’
গত মৌসুমে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল জিতে নজর কাড়েন আলোনসো। এবার তার লক্ষ্য সেই সাফল্য রিয়ালের রাজকীয় চ্যালেঞ্জে রূপান্তর করা।
আনচেলোত্তিকে স্মরণ করে আলোনসো বললেন, ‘কার্লো আমার কোচ ছিলেন, একজন অসাধারণ মানুষ, এক বিশাল প্রভাবক। ওনার কাছ থেকে শিখেছি বলেই আমি আজ এখানে। আমি গর্বের সঙ্গে ওনার উত্তরাধিকার বহন করব।’ আলোনসোর মেয়াদ শুরু হবে ১ জুন থেকে। এরপরই তাঁর বড় মঞ্চ—ফিফা ক্লাব বিশ্বকাপ। মাঠের বাইরে চুক্তির বাজারেও রিয়াল মাদ্রিদ সক্রিয়, যার মধ্যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড-এর সম্ভাব্য আগমন শোনা যাচ্ছে।
জাবি আলোনসো এখন শুধু রিয়ালের কোচ নন, বরং এক নতুন অধ্যায়ের রূপকার। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ আবার সেই গৌরবের শিখরে পৌঁছাতে পারবে কি না—এটাই এখন বার্নাব্যুর প্রতিটি হৃদয়ের প্রশ্ন।
মন্তব্য করুন