উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিস্ফোরক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তাতে ইঙ্গিত দিয়েছেন, দলের বাইরে রাখার পেছনে দায়ী কোচ লুইস এনরিকে। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে তার যোগাযোগ অগ্রসর হয়েছেও বলে খবর পাওয়া যাচ্ছে।
২৬ বছর বয়সী দোন্নারুমা বিবৃতিতে পিএসজি সমর্থক, সতীর্থ ও শহর প্যারিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তবে তার ভাষায়, ‘দুঃখজনকভাবে কেউ সিদ্ধান্ত নিয়েছে আমি আর দলের অংশ হতে পারব না এবং সাফল্যে অবদান রাখতে পারব না। এতে আমি হতাশ ও ব্যথিত।’
তিনি আরও লেখেন, শেষবারের মতো পার্ক দেস প্রিন্সেসে দাঁড়িয়ে সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে চান। তা সম্ভব না হলে, প্যারিসের সমর্থকরা তার হৃদয়ে চিরদিন জায়গা করে নেবেন বলেও জানান তিনি।
যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, ধারণা করা হচ্ছে দোন্নারুমা ‘কেউ’ বলতে এনরিকেকেই বুঝিয়েছেন। কারণ সম্প্রতি উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে গোলরক্ষককে বাদ দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন পিএসজি কোচ। এনরিকে জানিয়েছিলেন, ‘দোন্নারুমা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, কিন্তু আমার দলের জন্য ভিন্ন ধরনের প্রোফাইল প্রয়োজন। সিদ্ধান্তটি কঠিন হলেও সম্পূর্ণ আমার দায়িত্ব।’
ইতালিয়ান এই আন্তর্জাতিক গোলরক্ষকের পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। তবে ম্যানচেস্টার সিটির আগ্রহের খবর এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। মঙ্গলবারই ইউরোপীয় গণমাধ্যমগুলো জানায়, নিজেদের বর্তমান গোলরক্ষক এডারসনকে বিক্রি করে দোন্নারুমাকে দলে টানতে পিএসজির সঙ্গে যোগাযোগ করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এবং ম্যানসিটির আগ্রহ মিলিয়ে দোন্নারুমার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
মন্তব্য করুন