চলমান মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল।
ম্যাচের ৩১তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সোসিয়েদাদ। প্রথমার্ধের শেষ দিকে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে হুলেস কুন্দে সমতায় ফেরান বার্সাকে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঝলক দেখান লামিনে ইয়ামাল। দুর্দান্ত ক্রসে রবার্ট লেভানডস্কিকে গোল উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে সেন্ট জেমস পার্কে ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতল গত তিন আসরের রানার্সআপরা।
জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা ৩৪তম মিনিটে এগিয়ে নেন নিউক্যাসলকে। তবে ম্যাচের শেষ দিকে চমক দেখায় আর্সেনাল। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ডেকলান রাইসের ক্রসে বক্সে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগার্দের কর্নারে হেডে বল জালে পাঠিয়ে আর্সেনালকে উল্লাসে ভাসান গাব্রিয়েল মাগালিয়াইস।
মন্তব্য করুন