আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইনজুরির কারণে আবারও জয়হীন হয়ে পড়েছে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। মার্কিন দলটির হয়ে ১১টি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন ফুটবল মহাতারকা। কিন্তু এই বড় তারকার ইনজুরিতে আবারও অসহায় হয়ে পড়েছে ক্লাবটি। ইউএস কাপের ফাইনালে হারার পর এবার লিগে নিউইয়র্ক সিটির সঙ্গে শেষ মুহূর্তের গোলে ড্র করেছে মায়ামি।
রোববার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসিবিহীন ইন্টার মায়ামি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মাথায় টমাস আভিলেস গোল করে মায়ামির হার এড়ায়।
মেসিকে ছাড়া খেলতে নেমে টানা ৪ ম্যাচ জয় বঞ্চিত থাকলো ইন্টার মায়ামি। এর মধ্যে আটলান্টার বিপক্ষে ৫-২ গোলের লজ্জার হার দেখেছে মেসির দল। ইউএস ওপেন কাপের ফাইনালেও মেসিবিহীন মায়ামি শিরোপা বঞ্চিত হয়েছে। এবার লিগের ম্যাচেও জয় বঞ্চিত বিশ্বকাপজয়ী তারকার দল।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে প্রায় হারা ম্যাচে ড্র করেছে মায়ামি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরে মেসিবিহীন মায়ামি। প্রথমার্ধে সমতায় শেষ হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় নিউইয়র্ক সিটি। ৭৭ মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজ ১-০ তে লিড এনে দেন সিটিকে। শেষ মুহূর্তে ৯৫ মিনিটে টমাস আভিলেস গোল করে মায়ামিকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দেন। তাতে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয়।
ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে ৩০ ম্যাচে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে মায়ামি। প্লে-অফ খেলতে হলে বাকি চার ম্যাচের মধ্যে সেরা ৯-এ ঢুকতে হবে মেসির দলকে।
মন্তব্য করুন