ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আর্জেন্টাইনদের বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করেছিলেন ডাচ কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্প। তার সেই ঐতিহাসিক গোলে প্রতিযোগিতার সেমিফাইনাল খেলে নেদারল্যান্ডস। এবার সেই গোল জায়গা পেয়েছে নেদারল্যান্ডসের ব্যাংক নোটে। বিশেষ ৮ ইউরোতে জায়গা পেয়েছে আর্সেনালের ডাচ কিংবদন্তি বার্গক্যাম্পের গোল।
রোববার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের আমস্টারডামে উন্মুক্ত হয় ৮ ইউরোর বিশেষ এই নোটটি। ডাচ অর্থবিভাগের দেশটির টাকশাল ‘রয়্যাল এনশেড প্রিন্টিং কোম্পানি’-কে এই বিশেষ নোট তৈরির নির্দেশ দিয়েছিল। যেখানে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর সেই দর্শনীয় গোলের ছবি দেওয়া হয়েছে। এ ছাড়া কিংবদন্তি বার্গক্যাম্পেরও ছবি স্থান পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ৮ ইউরোর নোটটির প্রথম দশ নোট বিশেষভাবে তৈরি করা হয়। ২৩ ক্যারেটের গোল্ড-লিফে ছাপানো হয় প্রথম দশটি নোট। প্রথমবারের মতো কোনো ডাচ ক্রীড়াবিদ দেশটিতে এই বিরল সম্মাননা পেলেন বার্গক্যাম্প।
বার্গক্যাম্পের ছবি সংবলিত বিশেষ নোটের একপাশে স্থান পেয়েছে সেই গোলের ধারা বিবরণী। এই নোটের ছবি এরই মধ্যে নেট দুনিয়ার ছড়িয়ে পড়েছে। তাছাড়া ডাচদের মধ্যেও ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ডাচ অর্থ বিভাগের নির্দেশনায় দেশটির বিভিন্ন ব্যাংকে ৮ ইউরোর এই নোটের জোগান রাখতে বলা হয়েছে।
মন্তব্য করুন