স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কনুই দিয়ে গুঁতা মেরে লাল কার্ড রোনালদোর

আল হিলালের আলি আলবুলাইহিকে কুনোই দিয়ে গুঁতা মারছেন। ছবি : সংগৃহীত
আল হিলালের আলি আলবুলাইহিকে কুনোই দিয়ে গুঁতা মারছেন। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়সেও ফর্মে তুঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই হ্যাটট্রিকসহ ম্যাচের পর ম্যাচ গোল করে অবদান রাখছেন আল নাসরের জয়ে। কিন্তু সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে মেজাজ হারিয়ে অঘটনের জন্ম দেন সিআরসেভেন।

ম্যাচের ৮৫ মিনিটে সাইডলাইনে বাইরে যায় বল। থ্রো ইন করার জন্য বল আনতে যান আল হিলালের আলবুলাইহি। কিন্তু তাকে সুযোগ না দিয়ে বল নেন রোনালদো। পর্তুগিজ তারকার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করেন আল হিলাল ডিফেন্ডার। এতে ক্ষিপ্ত হয়ে আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন সিআরসেভেন।

মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি। দুই পক্ষের ফুটবলারদের সঙ্গে ছুটে আসেন রেফারি। রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। এর প্রতিবাদে রেফারিকে ঘুষি মারা ভঙ্গি করেন সিআরসেভেন। অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে বেড়িয়ে যাওয়ার সময় রেফারিকে কটাক্ষ করেন রোনালদো।

এ সময়ে যথারীতি ‘মেসি’ মেসি’ ধ্বনিতে তার জ্বালা আরও বাড়িয়ে দেন আল হিলাল সমর্থকরা। রোনালদো লাল কার্ড দেখার আগেই আল হিলালের কাছে দুই গোল হজম করে আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় রোনালদোর দল। ১১ এপ্রিল ফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে আল হিলাল।

আল হিলালের কাছেই সৌদি প্রো লিগের শিরোপা হাতছাড়া হওয়ার পথে আল আসরের। সুপার কাপে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল রোনালদো-সাদিও মানেদের। লিগের মতো এই ম্যাচেও দেখা যায় আল হিলালের দাপট। ম্যাচজুড়ে আল নাসরকে কোণঠাসা করে রাখে আল হিলাল।

যদিও এ ম্যাচে রোনালদোর শুরুটা দুর্দান্ত হতে পারত। ১৭ মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল পোস্টের ওপর দিয়ে মারেন তিনি। এরপর প্রথমার্ধের শেষ দিকে আল হিলালের জালে বড় জড়ান ওতাবিও। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সালেম আলদাউসারির গোলে এগিয়ে যায় আল হিলাল। ৭২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ম্যালকম। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় আল নাসর। তবে রোনালদোর লাল কার্ডে, একজন কম হওয়ায় লড়াইয়ে ফেরা হয়নি তাদের। শেষ দিকে সাদিও মানের গোল আল নাসর সমর্থকদের জন্য শুধুই সান্ত্বনা।

ম্যাচ শেষে রোনালদোর লাল কার্ড নিয়ে কথা বলেন আল নাসরের কোচ লুইস কাস্ত্রো। তার অভিযোগের তীর প্রতিপক্ষ ফুটবলের দিকে। তিনি বলেছেন, ‘এ দিন আলি আলবুহাইলি, রেফারি ও রোনালদোর সামনে নাটক করেছে। এ মৌসুমে একাধিকবার প্রতিপক্ষের ফুটবলার রোনালদোকে উসকানি দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X