স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার বিরুদ্ধে ফুটবলারদের ধর্মঘটের হুমকি 

ফিফার বিরুদ্ধে ধর্মঘটের কথা ভাবছে ফুটবলাররা। ছবি : সংগৃহীত
ফিফার বিরুদ্ধে ধর্মঘটের কথা ভাবছে ফুটবলাররা। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবলারদের ওপর চাপ বাড়ছে এটি অস্বীকার করার উপায় নেই। প্রতিবছরই ক্লাব এবং দেশের জন্য অতিরিক্ত ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। আর ম্যাচের এই অতিরিক্ত চাপ ফুটবলারদের বিদ্রোহের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমনকি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি অতিরিক্ত কাজের চাপের কারণে ফুটবলাররা নাকি ফিফার বিরুদ্ধে ধর্মঘটের কথা ভাবছে।

সম্প্রতি ফিফা ৩২ দলের নতুন ক্লাব বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্রধান নির্বাহী মাহেতা মোলাঙ্গো এবং বিশ্ব ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো মৌসুম শেষে পর্যালোচনার পর খেলোয়াড়দের হতাশার কথা প্রকাশ করেন।

মোলাঙ্গো সম্প্রতি একটি ক্লাবের ড্রেসিং রুম সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে খেলোয়াড়রা তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার কথা তাকে জানিয়েছেন। তিনি তার ওই অভিজ্ঞতা সম্পর্কে বলেন ‘তাদের মধ্যে কয়েকজন বলাবলি করছিল ‘ আমি আর পারছি না, আমাদের ধর্মঘট ভিন্ন অন্য কোন উপায় নেই। কয়েকজন তো এও বলেছিল ‘কী লাভ? হ্যাঁ, আমি একজন কোটিপতি, কিন্তু আমার এই টাকা খরচ করার সময নেই।’

শুধু ফুটবলাররা না লিভারপুলের বিদায়ী ম্যানেজার ইয়র্গেন ক্লপ এবং ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলাও এই উদ্বেগ জানিয়েছেন। তারা খেলোয়াড়দের কল্যাণের জন্য এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য পিএফএ, ফিফপ্রো এবং বিশ্ব লিগ অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ) মে মাসে ফিফাকে একটি চিঠি পাঠিয়েছিল যেখানে তারা ফিফা যদি সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা থেকে সরে না আসে তবে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে উদ্দেশ্য করে চিঠিতে জাতীয় লিগ এবং খেলোয়াড়দের উপর আরোপিত এই পরিবর্তনগুলোকে অমানবিক বলে সমালোচনা করা হয়েছে। ‘ফুটবল লিগ এবং খেলোয়াড়দের উপর ম্যাচের পর ম্যাচের বোঝা চাপানো ক্ষমতার অপব্যবহারমূলক।’ চিঠিতে উল্লেখ করা হয় এছাড়াও এত বেশি ম্যাচ লিগ এবং খেলোয়াড়দের সুস্থতা বিপন্ন করছে বলেও তারা জানান।

অবশ্য খেলোয়াড়দের কল্যাণ বিবেচনায় নেওয়া হয়েছে বলে ফিফা আশ্বাস দিলেও পিএফএ এতে সন্তুষ্ট নয়।

মোলাঙ্গো উল্লেখ করেন যে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারে পরিবর্তনগুলো ফিফা এবং উয়েফার সময়সূচির সিদ্ধান্ত দ্বারা নিতে বাধ্য হয়েছে।

"আমরা সবসময় কূটনৈতিক উপায়ে সমাধান খোঁজার চেষ্টা করি" মোলাঙ্গো বলেছেন, তবে সেই সময় সম্ভবত ফুরিয়ে আসছে। এখন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন হতে পারে।

সাম্প্রতিক একটি গবেষণায় তরুণ খেলোয়াড়দের উপর অত্যধিক চাপের কথা তুলে ধরা হয়েছে, যেখানে দেখা গেছে রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম ২১ বছর হওয়ার আগে ১৮,৪৮৬ মিনিট ফুটবল খেলেছেন, যেখানে একই বয়সে ডেভিড বেকহ্যাম ৩,৯২৯ মিনিট এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৬,৯৮৭ মিনিট খেলেছেন।

ফিফপ্রোর ইউরোপের সভাপতি ডেভিড টেরিয়ার খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করে সতর্ক করেছেন, যেখানে একটি জরিপে দেখা গেছে ৫০% এরও বেশি খেলোয়াড় আহত অবস্থায় খেলেছেন। ‘এটি একটি জরুরি অবস্থা - আমরা বিপদে আছি’ টেরিয়ার জোর দিয়ে বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

বদলে গেল আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু

ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

অ্যান্টিভেনম দিয়েও শেষ রক্ষা হয়নি সোহেলের

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিল বিসিবি

কমলালেবু কাণ্ডে বিতর্কে অক্ষয়

৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

১০

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

১১

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

১২

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৩

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১৪

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

১৫

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

১৬

ট্রান্সপোর্ট বিভাগে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ

১৭

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

১৮

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৯

চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

২০
X