ইউরো কাপে পোল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ ভেন্যুর অদূরে পুলিশের গুলিতে আহত হন এক সমর্থক। কিন্তু এই ঘটনা প্রভাব ফেরতে পারেনি মাঠের লড়াই। পোলিশদের বিপক্ষে ম্যাচের পুরো সময়জুড়ে দাপট দেখায় ডাচরা।
যদিও শুরুতে হোঁচট খায় নেদারল্যান্ডস। কিন্তু বদলি ফুটবলার ওয়াউট ওয়েগোর্স্টের গোলে দারুণ এক জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করল ডাচরা। রোববার (১৬ জুন) হামবুর্গে গ্রুপ-ডি’র ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একাদশে ছিলেন না পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি। এরপরও ম্যাচের ১৬ মিনিটে ২৭ বছর বয়সী অ্যাডাম বুকসার গোলে এগিয়ে যায় পোল্যান্ড।
প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্টে খেলতে নেমে গোলের দেখা পেলেন তিনি। তবে ম্যাচের ২৯ মিনিটে লিভারপুল তারকা কোডি গাকপোর গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। ডাচদের জার্সিতে ২৫ ম্যাচে এটি গাকপোর দশম গোল।
ম্যাচ শেষ হওয়ার ৭ মিনি আগে ওয়াউট ওয়েগোর্স্টের গোলে জয় নিশ্চিত হয় ডাচদের। সবশেষ ১০ ম্যাচে এটি তার সাত নম্বর গোল। এ নিয়ে পোলিশদের বিপক্ষে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকলে নেদারর্যান্ডস।
মন্তব্য করুন