স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২১৯৫ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের হার

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে পরাজয় খুজতে হলে ফেরত যেতে হবে ছয় বছর। এরমধ্যে পেরিয়ে গেছে প্রায় ২২০০ দিন এবং ৩৩ ম্যাচ। এত লম্বা সময় ধরে রড লেভার অ্যারেনা তে কোন ম্যাচ হারেননি পুরুষ এককে ২৪ গ্রান্ড স্ল্যাম জয়ের মালিক। তবে ২১৯৫ দিন আর ৩৩ ম্যাচ পর জোকোভিচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলেন ইতালির ইয়ানিক সিন্নার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইতালির এই তরুণের কাছে ৩-১ সেটে হেরে বিদায় নিলেন নারী ও পুরুষ মিলে যৌথভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক।

এবারে বছরের প্রথম গ্রান্ড স্ল্যামে জোকোভিচ এসেছিলেন এককভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক হতে তবে তার এই স্বপ্ন এই চেষ্টায় পূরণ হলো না। সেমিফাইনালেই ছিটকে যেতে হলো সার্বিয়ান কিংবদন্তীকে। জোকোভিচকে ৬-২, ৬-২ ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন এই ইতালিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জোকোভিচ। রেকর্ড ১০ বার এখানে শিরোপা জিতেছেন তিনি। ২০১৮ সাল থেকে টানা ৩৩ ম্যাচে পেয়েছেন জয়ের দেখা। অবিশ্বাস্য সেই ধারাবাহিকতার ইতি টানলেন সিন্নার। প্রথম দুই সেটে জোকোভিচকে দাড়াতেই দেননি তিনি।

তবে প্রতিপক্ষ জোকোভিচ বলেই নিশ্চিত থাকতে পারছিলেন না। এর আগে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ৮ বার প্রথম দুই সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জেতার অভিজ্ঞতা ছিল সার্বিয়ান তারকার। এবারও তৃতীয় সেটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন ৭-৬ (৮/৬) গেমে। ইঙ্গিত দিচ্ছিলেন আবারও অসম্ভব কিছু করে দেখানোর। তবে সিন্নার তাকে সেই সুযোগ দিলেন না। চতূর্থ সেটে সহজেই এক নম্বর তারকাকে হারালেন তিনি। এর আগে রড লেভার অ্যারেনায় তার সর্বোচ্চ সাফল্য ছিল গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এবার শিরোপারই স্বপ্ন দেখছেন তিনি।

জোকোভিচের মতো কিংবদন্তীকে বিদায় করার পর চতুর্থ বাছাই সিন্নার বলেন, “খুবই কঠিন ম্যাচ ছিল এটি, শুরুটা অনেক ভালো করেছি আমি। প্রথম দুই সেটে আমার মনে হয়েছে, তিনি দারুণ ছন্দে নেই, তাই আমি চেষ্টা করে গিয়েছি তাকে চাপে রাখার। এবং পরে তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি, কিন্তু ফোরহ্যান্ড শটটি মিস করে যাই। তবে এটাই টেনিস এবং পরের সেটের জন্য প্রস্তুত হতে থাকি যেখানে শুরুটা অনেক ভালো করেছি আমি।”

জোকোভিচকে শেষ চারবারের দেখায় তিনবারই হারিয়েছেন সিন্নার। এর পেছনে রহস্য কী? এমন প্রশ্নে ইতালিয়ান তারকা বলেন, 'আমি জানি না– তাকে জিজ্ঞেস করুন। আমি মনে করি আমাদের খেলার ধরনটা প্রায় একই। আমি কেবল তাকে চাপে রাখার চেষ্টা করেছি। সেই কৌশল আমি আপনাদের বলব না। '

এদিকে, ফাইনালে সিন্নারের প্রতিপক্ষে হওয়ার লড়াইয়ে বর্তমানে লড়ছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X