স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২১৯৫ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের হার

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে পরাজয় খুজতে হলে ফেরত যেতে হবে ছয় বছর। এরমধ্যে পেরিয়ে গেছে প্রায় ২২০০ দিন এবং ৩৩ ম্যাচ। এত লম্বা সময় ধরে রড লেভার অ্যারেনা তে কোন ম্যাচ হারেননি পুরুষ এককে ২৪ গ্রান্ড স্ল্যাম জয়ের মালিক। তবে ২১৯৫ দিন আর ৩৩ ম্যাচ পর জোকোভিচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলেন ইতালির ইয়ানিক সিন্নার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইতালির এই তরুণের কাছে ৩-১ সেটে হেরে বিদায় নিলেন নারী ও পুরুষ মিলে যৌথভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক।

এবারে বছরের প্রথম গ্রান্ড স্ল্যামে জোকোভিচ এসেছিলেন এককভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক হতে তবে তার এই স্বপ্ন এই চেষ্টায় পূরণ হলো না। সেমিফাইনালেই ছিটকে যেতে হলো সার্বিয়ান কিংবদন্তীকে। জোকোভিচকে ৬-২, ৬-২ ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন এই ইতালিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জোকোভিচ। রেকর্ড ১০ বার এখানে শিরোপা জিতেছেন তিনি। ২০১৮ সাল থেকে টানা ৩৩ ম্যাচে পেয়েছেন জয়ের দেখা। অবিশ্বাস্য সেই ধারাবাহিকতার ইতি টানলেন সিন্নার। প্রথম দুই সেটে জোকোভিচকে দাড়াতেই দেননি তিনি।

তবে প্রতিপক্ষ জোকোভিচ বলেই নিশ্চিত থাকতে পারছিলেন না। এর আগে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ৮ বার প্রথম দুই সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জেতার অভিজ্ঞতা ছিল সার্বিয়ান তারকার। এবারও তৃতীয় সেটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন ৭-৬ (৮/৬) গেমে। ইঙ্গিত দিচ্ছিলেন আবারও অসম্ভব কিছু করে দেখানোর। তবে সিন্নার তাকে সেই সুযোগ দিলেন না। চতূর্থ সেটে সহজেই এক নম্বর তারকাকে হারালেন তিনি। এর আগে রড লেভার অ্যারেনায় তার সর্বোচ্চ সাফল্য ছিল গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এবার শিরোপারই স্বপ্ন দেখছেন তিনি।

জোকোভিচের মতো কিংবদন্তীকে বিদায় করার পর চতুর্থ বাছাই সিন্নার বলেন, “খুবই কঠিন ম্যাচ ছিল এটি, শুরুটা অনেক ভালো করেছি আমি। প্রথম দুই সেটে আমার মনে হয়েছে, তিনি দারুণ ছন্দে নেই, তাই আমি চেষ্টা করে গিয়েছি তাকে চাপে রাখার। এবং পরে তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি, কিন্তু ফোরহ্যান্ড শটটি মিস করে যাই। তবে এটাই টেনিস এবং পরের সেটের জন্য প্রস্তুত হতে থাকি যেখানে শুরুটা অনেক ভালো করেছি আমি।”

জোকোভিচকে শেষ চারবারের দেখায় তিনবারই হারিয়েছেন সিন্নার। এর পেছনে রহস্য কী? এমন প্রশ্নে ইতালিয়ান তারকা বলেন, 'আমি জানি না– তাকে জিজ্ঞেস করুন। আমি মনে করি আমাদের খেলার ধরনটা প্রায় একই। আমি কেবল তাকে চাপে রাখার চেষ্টা করেছি। সেই কৌশল আমি আপনাদের বলব না। '

এদিকে, ফাইনালে সিন্নারের প্রতিপক্ষে হওয়ার লড়াইয়ে বর্তমানে লড়ছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ : শ্রীলেখা

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারি বর্ষণের শঙ্কা

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

১০

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

১১

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

১২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

১৩

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

১৪

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

১৫

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

১৬

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

১৭

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

১৮

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

১৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

২০
X