স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২১৯৫ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের হার

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে পরাজয় খুজতে হলে ফেরত যেতে হবে ছয় বছর। এরমধ্যে পেরিয়ে গেছে প্রায় ২২০০ দিন এবং ৩৩ ম্যাচ। এত লম্বা সময় ধরে রড লেভার অ্যারেনা তে কোন ম্যাচ হারেননি পুরুষ এককে ২৪ গ্রান্ড স্ল্যাম জয়ের মালিক। তবে ২১৯৫ দিন আর ৩৩ ম্যাচ পর জোকোভিচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলেন ইতালির ইয়ানিক সিন্নার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইতালির এই তরুণের কাছে ৩-১ সেটে হেরে বিদায় নিলেন নারী ও পুরুষ মিলে যৌথভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক।

এবারে বছরের প্রথম গ্রান্ড স্ল্যামে জোকোভিচ এসেছিলেন এককভাবে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যামের মালিক হতে তবে তার এই স্বপ্ন এই চেষ্টায় পূরণ হলো না। সেমিফাইনালেই ছিটকে যেতে হলো সার্বিয়ান কিংবদন্তীকে। জোকোভিচকে ৬-২, ৬-২ ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন এই ইতালিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জোকোভিচ। রেকর্ড ১০ বার এখানে শিরোপা জিতেছেন তিনি। ২০১৮ সাল থেকে টানা ৩৩ ম্যাচে পেয়েছেন জয়ের দেখা। অবিশ্বাস্য সেই ধারাবাহিকতার ইতি টানলেন সিন্নার। প্রথম দুই সেটে জোকোভিচকে দাড়াতেই দেননি তিনি।

তবে প্রতিপক্ষ জোকোভিচ বলেই নিশ্চিত থাকতে পারছিলেন না। এর আগে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ৮ বার প্রথম দুই সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জেতার অভিজ্ঞতা ছিল সার্বিয়ান তারকার। এবারও তৃতীয় সেটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন ৭-৬ (৮/৬) গেমে। ইঙ্গিত দিচ্ছিলেন আবারও অসম্ভব কিছু করে দেখানোর। তবে সিন্নার তাকে সেই সুযোগ দিলেন না। চতূর্থ সেটে সহজেই এক নম্বর তারকাকে হারালেন তিনি। এর আগে রড লেভার অ্যারেনায় তার সর্বোচ্চ সাফল্য ছিল গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এবার শিরোপারই স্বপ্ন দেখছেন তিনি।

জোকোভিচের মতো কিংবদন্তীকে বিদায় করার পর চতুর্থ বাছাই সিন্নার বলেন, “খুবই কঠিন ম্যাচ ছিল এটি, শুরুটা অনেক ভালো করেছি আমি। প্রথম দুই সেটে আমার মনে হয়েছে, তিনি দারুণ ছন্দে নেই, তাই আমি চেষ্টা করে গিয়েছি তাকে চাপে রাখার। এবং পরে তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি, কিন্তু ফোরহ্যান্ড শটটি মিস করে যাই। তবে এটাই টেনিস এবং পরের সেটের জন্য প্রস্তুত হতে থাকি যেখানে শুরুটা অনেক ভালো করেছি আমি।”

জোকোভিচকে শেষ চারবারের দেখায় তিনবারই হারিয়েছেন সিন্নার। এর পেছনে রহস্য কী? এমন প্রশ্নে ইতালিয়ান তারকা বলেন, 'আমি জানি না– তাকে জিজ্ঞেস করুন। আমি মনে করি আমাদের খেলার ধরনটা প্রায় একই। আমি কেবল তাকে চাপে রাখার চেষ্টা করেছি। সেই কৌশল আমি আপনাদের বলব না। '

এদিকে, ফাইনালে সিন্নারের প্রতিপক্ষে হওয়ার লড়াইয়ে বর্তমানে লড়ছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১০

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১১

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১২

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৩

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৪

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৫

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

১৬

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

১৭

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

১৮

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

১৯

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

২০
X