মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেলবোর্নে আবারও সাবালেঙ্কার ট্রফি উৎসব  

ট্রফি হাতে সাবালেঙ্কা ।ছবি : সংগৃহীত
ট্রফি হাতে সাবালেঙ্কা ।ছবি : সংগৃহীত

২০২২ সালে নারীদের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস অবসর নেওয়ার পর থেকেই টেনিসে তার রাজত্বের পরবর্তী রাণী কে হবে এই নিয়ে কম জল্পনা হয়নি অনেক নামই সামনে আসে যার মধ্যে বেলারুশের আরিনা সাবালেঙ্কাও ছিল। তবে ঠিক উত্তরসূরি হওয়ার মতো খেলা দেখাতে পারছিলেন না তিনি। আজ অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে চীনের কিনওয়েন ঝেংকে উড়িয়ে তিনি সেরেনার উত্তরসূরি হওয়ার দাবি ভালোভাবেই জানিয়ে রাখলেন।

বেলারুশিয়ান দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ফাইনালে ঝেংকে ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ট্রফি জয় করেন। এই শিরোপা জয়ে আর একটি অনন্য রেকর্ডও করেন তিনি কোনো সেট না হেরে ট্রফি জয় করা পঞ্চম নারী তিনি।

রড লেভার অ্যারেনাতে ১২তম বাছাই কিনওয়েন ঝেং এর সাথে যদিও তার দেশের সমর্থকদের বেশ ভালোরকম সমর্থন ছিল কিন্তু সাবালেঙ্কা তার টেনিস স্কিলের মাধ্যমে ঝেং এর সমর্থকদের চুপ করিয়ে দেন। তার দ্রুতগতির টেনিসের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছিলেন না চীনের এই টেনিস তারকা।

এই জয়ের মাধ্যমে ২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কার পর প্রথম নারী হিসেবে ব্যাক-টু-ব্যাক ট্রফি জিতলেন।

তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই ইগা সোয়াতেকের বিদায়ের পর এই ট্রফির জন্য তিনিই ফেভারিট ছিলেন। ফাইনালে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়ে সহজেই জয় পেয়ে স্বদেশী আজারেঙ্কার পাশে বসলেন তিনি ।

জয়ের পর সাবালেঙ্কার বলেন, ‘আসলে আমি আশ্চর্যজনক কয়েক সপ্তাহ পার করলাম এবং সত্যি বলতে অন্য সময় হলে আমি হয়তো ট্রফি হাতে তোলার কথা কল্পনাও করতে পারতাম না।’

অন্যদিকে ২১ বছর বয়সী ঝেং এর জন্য এটি প্রথম কোনো বড় ফাইনাল ছিল এবং প্রায়ই তাকে দেখে মনে হচ্ছিল তিনি উপলক্ষ আর প্রতিপক্ষকে বেশি বড় করে দেখছেন।

সাবালেঙ্কা ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই জিতে নেন প্রথম সেট। আর দ্বিতীয় সেটটা সাবালেঙ্কা শেষ করেন ৮ গেমের মধ্যে, জেতেন ৬–২ গেমে। এই সেটের শেষ দিকে চারবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে সাবালেঙ্কাকে ম্যাচ পয়েন্টটা নিতে কিছুটা বিলম্ব করানো ছাড়া আর কোনো প্রতিরোধই গড়তে পারেননি ঝেং।

অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার জয়ে তার বাবার একটি স্বপ্নও পূরণ হলো। চার বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাবালেঙ্কার বাবা। মারা যাওয়ার আগে তিনি মেয়েকে বলে গিয়েছিলেন নিজস্ব একটি স্বপ্নের কথা-আমি চাই, ২৫ বছরের মধ্যে তুমি অন্তত দুটি গ্র্যান্ড স্লাম জেত! সাবালেঙ্কা বাবার স্বপ্ন ঠিকই পূরণ করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উন্মুক্ত লাইব্রেরিতে বসে লাখ টাকার অবৈধ বিদ্যুৎ ব্যবসা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ প্রত্যাহার ৪

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ

ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান

নোয়াখালীতে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

১০

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে চবিতে সাইক্লিস্টের র‍্যালি

১১

রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

১৩

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

১৪

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ৫০ বছরের পুরোনো

১৫

মসজিদে ঢুকে ইমামকে যুবদল নেতার বেধড়ক মারধর

১৬

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরও বেঁচে ছিলেন এক আরোহী

১৭

ছেলের আত্মহত্যায় মায়ের বিষপান

১৮

অপু বিশ্বাসের অভিযোগে ৩ জনকে সতর্ক করল পুলিশ

১৯

চট্টগ্রামে সোর্সের তথ্যে বেপরোয়া পুলিশ!

২০
X