স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেলবোর্নে আবারও সাবালেঙ্কার ট্রফি উৎসব  

ট্রফি হাতে সাবালেঙ্কা ।ছবি : সংগৃহীত
ট্রফি হাতে সাবালেঙ্কা ।ছবি : সংগৃহীত

২০২২ সালে নারীদের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস অবসর নেওয়ার পর থেকেই টেনিসে তার রাজত্বের পরবর্তী রাণী কে হবে এই নিয়ে কম জল্পনা হয়নি অনেক নামই সামনে আসে যার মধ্যে বেলারুশের আরিনা সাবালেঙ্কাও ছিল। তবে ঠিক উত্তরসূরি হওয়ার মতো খেলা দেখাতে পারছিলেন না তিনি। আজ অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে চীনের কিনওয়েন ঝেংকে উড়িয়ে তিনি সেরেনার উত্তরসূরি হওয়ার দাবি ভালোভাবেই জানিয়ে রাখলেন।

বেলারুশিয়ান দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ফাইনালে ঝেংকে ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ট্রফি জয় করেন। এই শিরোপা জয়ে আর একটি অনন্য রেকর্ডও করেন তিনি কোনো সেট না হেরে ট্রফি জয় করা পঞ্চম নারী তিনি।

রড লেভার অ্যারেনাতে ১২তম বাছাই কিনওয়েন ঝেং এর সাথে যদিও তার দেশের সমর্থকদের বেশ ভালোরকম সমর্থন ছিল কিন্তু সাবালেঙ্কা তার টেনিস স্কিলের মাধ্যমে ঝেং এর সমর্থকদের চুপ করিয়ে দেন। তার দ্রুতগতির টেনিসের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছিলেন না চীনের এই টেনিস তারকা।

এই জয়ের মাধ্যমে ২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কার পর প্রথম নারী হিসেবে ব্যাক-টু-ব্যাক ট্রফি জিতলেন।

তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই ইগা সোয়াতেকের বিদায়ের পর এই ট্রফির জন্য তিনিই ফেভারিট ছিলেন। ফাইনালে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়ে সহজেই জয় পেয়ে স্বদেশী আজারেঙ্কার পাশে বসলেন তিনি ।

জয়ের পর সাবালেঙ্কার বলেন, ‘আসলে আমি আশ্চর্যজনক কয়েক সপ্তাহ পার করলাম এবং সত্যি বলতে অন্য সময় হলে আমি হয়তো ট্রফি হাতে তোলার কথা কল্পনাও করতে পারতাম না।’

অন্যদিকে ২১ বছর বয়সী ঝেং এর জন্য এটি প্রথম কোনো বড় ফাইনাল ছিল এবং প্রায়ই তাকে দেখে মনে হচ্ছিল তিনি উপলক্ষ আর প্রতিপক্ষকে বেশি বড় করে দেখছেন।

সাবালেঙ্কা ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই জিতে নেন প্রথম সেট। আর দ্বিতীয় সেটটা সাবালেঙ্কা শেষ করেন ৮ গেমের মধ্যে, জেতেন ৬–২ গেমে। এই সেটের শেষ দিকে চারবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে সাবালেঙ্কাকে ম্যাচ পয়েন্টটা নিতে কিছুটা বিলম্ব করানো ছাড়া আর কোনো প্রতিরোধই গড়তে পারেননি ঝেং।

অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার জয়ে তার বাবার একটি স্বপ্নও পূরণ হলো। চার বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাবালেঙ্কার বাবা। মারা যাওয়ার আগে তিনি মেয়েকে বলে গিয়েছিলেন নিজস্ব একটি স্বপ্নের কথা-আমি চাই, ২৫ বছরের মধ্যে তুমি অন্তত দুটি গ্র্যান্ড স্লাম জেত! সাবালেঙ্কা বাবার স্বপ্ন ঠিকই পূরণ করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

বিধ্বস্ত সেই যুদ্ধবিমানের পাইলট ফোনে কথা বলেন ১ ঘণ্টা, তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য

মানুষের কাছে আমি মীর জাফর হয়ে গেছি : রাহী

যে কারণে যুক্তরাষ্ট্রে আজীবন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন

কর্ণফুলী টানেলে দুর্নীতি, ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাকিস্তানের বন্যায় কেন এত প্রাণহানি ঘটছে?

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান

প্রকৌশল শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় খুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

তামিল অভিনেত্রীর বিরুদ্ধে অপহরণ মামলা

১১

তরুণদের মাঝে মহানবীর (সা.) সুন্নাহ জাগাতে বাহরাইন সরকারের বিশেষ উদ্যোগ

১২

পুকুরে আছড়ে পড়ল হেলিকপ্টার

১৩

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে : অধ্যাপক মজিবুর রহমান

১৪

ট্রাম্প প্রশাসনের ‘উগ্র দক্ষিণপন্থি’ নতুন যুক্তরাষ্ট্র

১৫

এক ছাতার নিচে ৩ পরাশক্তি, কোন দিকে যাচ্ছে বিশ্ব?

১৬

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

১৭

তিন মাস পর বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে মুখ খুলল আরসিবি

১৮

আগারগাঁওয়ে ‘ব্লকেড’, সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

১৯

সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের

২০
X