স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির ৪৮ বছরের অপেক্ষা ঘোচালেন সিন্নার 

২২ বছর বয়সী ইয়ানিক সিন্নার। ছবি : সংগৃহীত
২২ বছর বয়সী ইয়ানিক সিন্নার। ছবি : সংগৃহীত

ফুটবলের অন্যতম সেরা দেশ ইতালির টেনিসে সর্বশেষ সাফল্য এসেছিল কবে? উত্তরটা রীতিমতো অবাক করবে আপনাকে। ১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তার ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ইতালি আর কোনো গ্রান্ড স্লাম বিজয়ী পায়নি। এরপর অনেকে এসেছেন কেউই পারেনি অবশেষে পানেত্তার ৪৮ বছর পর ইতালির অপেক্ষার অবসান ঘটালেন ২২ বছর বয়সী ইয়ানিক সিন্নার। দারুণ এক কামব্যাকে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে কাদিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ইতালিতে নিলেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় ধ্রুপদশীল টেনিসের প্রদর্শনী দেখিয়ে ৩ ঘণ্টা ৪৪ মিনিটের ফাইনালে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে তৃতীয় বাছাই মেদভেদেভকে হারান চতুর্থ বাছাই সিন্নার। অথচ ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা পর মনে হচ্ছিল সবচেয়ে একপেশে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হতে যাচ্ছে এটি। প্রথম দুই সেট মেদভেদেভের ফ্লাট হিটিং রিটার্নে রীতিমতো অসহায় দেখাচ্ছিল সিন্নারকে। ফলস্বরূপ দুই সেটই হারতে হয় তাকে। মনে হচ্ছিল তৃতীয়বারের চেষ্টায় মেদভেদভের অস্ট্রেলিয়া জয় সময়ের ব্যাপার। তখনই মনে হয় সিন্নারের মনে পড়ে যে তিনি হারতে আসেননি এখানে।

দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথমে দুই সেট জিতে সমতা আনেন এরপর শেষ সেটে রীতিমতো মেদভেদভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রাজার মুকুট পরলেন সিন্নার।

২০২২ সালে দুই সেটে এগিয়ে থাকার পরেও নাদালের কাছে ম্যাচ হেরেছিলেন মেদভেদেভ। এবারেও হলো তাই। প্রথম দুই সেটে দুর্দান্ত খেলা এই তারকা শেষ তিন সেটে শক্তি হারিয়ে ফেললেন। একের পর এক লম্বা র‍্যালির খেলা চলল মেলবোর্নে।

আগেই নিজের সার্ভ আর ফোরহ্যান্ডে কারিশমা দেখিয়েছেন সিন্নার। এবার দেখালেন ধৈর্যের শক্তিটাও। ২৭ কিংবা ৩৯ শটের গেমগুলোকে নিজের করে নিয়েছেন অবলীলায়। শক্তির সঙ্গে সঙ্গে মনোবলটাও যেন হারিয়ে ফেললেন মেদভেদেভ। তাতে নিজেকে ফেরানোর সুযোগটাও আরও শক্তভাবে আঁকড়ে ধরেছেন সিন্নার।

সিন্নারের জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন ছিল সবদিক থেকেই স্বপ্নের মতো। সেমিফাইনালে তিনি রীতিমতো উড়িয়ে দেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ও আসরের ফেভারিট নোভাক জোকোভিচকে। ফাইনালেও দুই সেটে পিছিয়ে থেকেও টানা তিন সেটে সেই দাপট বজায় রেখে তুলে নেন অবিস্মরণীয় জয়। এরপর গ্যালারিজুড়ে তুমুল করতালি আর জয়ধ্বনির মধ্যে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান তিনি।

আবেগ সামলে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন শেষে সিন্নার ছুটে যান কোচ ও পরিবারের সদস্যদের কাছে। সেখানেও আরেকদফা আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। তারপর তো সেই মাহেন্দ্রক্ষণ, যখন তার হাতে উঠল অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। অপেক্ষা ঘোচালেন নিজ দেশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X