কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক থেকে বোনাস পাওয়ার নিয়ম

ফেসবুক এক্সট্রা বোনাস । ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেসবুক এক্সট্রা বোনাস । ছবি : কালবেলা গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারী বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপার্জনের পদ্ধতিতে মাঝে মাঝে পরিবর্তন আনে। কয়েক মাস হলো তারা ‘কনটেন্ট মনিটাইজেশন’ নামে নতুন পদ্ধতি চালু করেছে। পর্যায়ক্রমে সব পেজ ও প্রোফাইলে এই কনটেন্ট মনিটাইজেশন চালু হচ্ছে। বাংলাদেশে প্রথম শ্রেণির বা বড় বড় পেজ, যারা নিয়মিত কনটেন্ট আপলোড করে এমন প্রায় সব পেজে কনটেন্ট মনিটাইজেশন চালু হয়েছে। তবে পেজে ভায়োলেশন বা স্ট্রাইক থাকলে সেই পেজ বা প্রোফাইল অনেক সময় কনটেন্ট মনিটাইজেশন পায় না।

কনটেন্ট মনিটাইজেশন যাদের চালু হয়েছে তাদের অনেকেই বোনাস অফার পাচ্ছেন। তবে বোনাস কার জন্য কী পরিমাণ হবে এবং কার জন্য কী শর্ত থাকবে তা ওই পেজ বা প্রোফাইলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। আপনার পেজ কতটা সক্রিয়, কনটেন্টের গুণমান কেমন, দর্শকের সাথে আপনার ইন্টার‍্যাকশন কেমন- এসব দিক বিবেচনায় নিয়ে ফেসবুক সিদ্ধান্ত নেয় আপনার জন্য কোন ধরনের অফার সবচেয়ে উপযুক্ত হবে। এজন্য একই ধরনের পেজ হলেও একেকজনের বোনাস অফার ও শর্ত আলাদা হয়ে থাকে।। ফলে বোনাস অফার একজনের সঙ্গে অন্যজনের মিলবে না, আবার বোনাসের শর্তও থাকবে আলাদা। একটি নির্দিষ্ট পেজের একাধিক বোনাস অফারের ক্ষেত্রেও শর্ত আলাদা থাকে।

আপনার জন্য কোনো বোনাস অফার আছে কি না তা আপনি আপনার পেজ বা প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন। মোবাইল থেকে সরাসরি ড্যাশ বোর্ডে (Dashboard) গিয়ে মনিটাইজেশনে (Monetization) যেতে হবে। মনিটাইজেশনে গেলে আপনি কনটেন্ট মনিটাইজেশন (Content Monetisation) দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এক্সট্রা বোনাস (Extra Bonus) লেখা দেখা যাবে। তার নিচে আপনার বোনাসের পরিমাণ ও শর্ত দেখতে পাবেন। কম্পিউটারে হলে আপনার পেজ বা প্রোফাইলে সুইচ করে মনিটাইজেশনে যেতে হবে। সেখানে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। সেটাতে ক্লিক করে সামনে এগোলে এক্সট্রা বোনাস অফার থাকলে তা দেখা যাবে।

ফেসবুকের বোনাস অফারগুলো সাধারণত ৭ দিনের মেয়াদে কার্যকর থাকে। অফার প্রাপ্তির দিন থেকেই ৭ দিনের মধ্যে নির্ধারিত শর্ত বা টার্গেট পূরণ করতে হয়। উদাহরণস্বরূপ, একটি এক্সট্রা বোনাস অফারে বলা হতে পারে- ‘আগামী ৭ দিনের মধ্যে ৩টি কনটেন্টে ১০ লাখ করে রিচ হলেই আপনি পাবেন ৩০০ ডলার।’ যদিও ৭ দিনের সময়সীমা ও কনটেন্টের সংখ্যাটি প্রায় সবার জন্য এক, তবে প্রত্যেক কনটেন্টে কত রিচ লাগবে এবং বোনাসের পরিমাণ কত হবে, তা একেক ব্যবহারকারীর জন্য ভিন্ন হতে পারে। এমনকি, একই পেজে পরপর দুটি বোনাস অফার হলেও, সেগুলোর শর্ত ও অর্থমূল্য আলাদা হতে পারে।

সাত দিন পার হওয়ার পরও যদি আপনি বোনাস অফারের টার্গেট বা শর্ত পূরণ করতে না পারেন তাহলে শুধু ওই বোনাস অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে এর পরে ওই পরিমাণ কনটেন্টে রিচ হলেও বোনাস পাওয়া যাবে না। তবে একটি বোনাস অফার যখন শেষ তখন সাধারণত পরবর্তী সপ্তাহে ফেসবুক নতুন আরেকটি বোনাসের অফার দেয়।

এখানে ফেসবুক ওই পেজের পারফরম্যান্স বুঝে নতুন অফার দেয়। যেমন- যদি আপনি আগের অফারের টার্গেট পূরণ করতে না পারেন তাহলে আপনার জন্য পরের অফার সহজ ও কম ডলারের হতে পারে। আগে ৩টি কনটেন্ট আপনি ১০ লাখ করে পূরণ করতে না পারায় এবার আপনাকে ৩টি কনটেন্ট ৮ লাখ করে রিচের শর্ত দেওয়া হতে পারে। আগের ৩০০ ডলারের জায়গায় এবার ২৫০ ডলার হতে পারে।

আবার যদি আপনি আগের বোনাস অফারের টার্গেট পূরণ করতে পারেন তাহলে এবার আপনার জন্য একটু কঠিন করা হতে পারে। যেমন আপনি ৩টি কনটেন্ট ১০ লাখ করে রিচ করতে পারলে এবার আপনাকে ১২ লাখ করে রিচের শর্ত দেওয়া হতে পারে। ডলারের পরিমাণ সামান্য বাড়তে পারে আবার কমতেও পারে।

লেখক : পলাশ মাহমুদ, অনলাইন সম্পাদক, দৈনিক কালবেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাইরে সাইবেরিয়ায় হলেও আপত্তি নেই : আসিফ আকবর

তারেক রহমানকে বরণে ভৈরবে ব্যাপক প্রস্তুতি

গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

রিয়ালে আলোনসোর পতনের নেপথ্যে যেসব কারণ

মামলার সাক্ষী এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : রয়টার্স

১০

নির্বাচনী প্রচারে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে মাউশির কঠোর নিষেধাজ্ঞা

১১

চামড়াসহ নাকি চামড়া ছাড়া, কীভাবে মুরগির মাংস খাওয়া ভালো?

১২

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

১৩

চায়ের আড্ডায় থেমে গেল কুয়েট শিক্ষার্থীর জীবন

১৪

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

১৫

বিক্ষোভ দমনে প্রথম প্রকাশ্যে ফাঁসি কার্যকরের পথে ইরান

১৬

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

১৭

ঢাকা-১০ আসনে শিক্ষা ও নিরাপত্তার নতুন অঙ্গীকার রবিউলের

১৮

শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ, যা বলছে ইসলাম

১৯

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা

২০
X