কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অফিসে ঢুকলেই হাজিরা দিয়ে ল্যাপটপ, চার্জার, ওয়াটার বোতল, ডায়েরির সঙ্গে বেরোয় এক জোড়া ইয়ারফোন। মিলেনিয়াল ও জেন জির কর্মজীবনে ইয়ারফোন, হেডফোন বা ইয়ারপড এখন দেহের এক অংশের মতো। অফিসের হট্টগোল হোক বা হোস্টেলের গোলমাল, কানে কিছু না গুঁজে কাজে মন দেওয়া দায়। গান বা সাউন্ডের সঙ্গে কাজের মধ্যে ডুবে যাওয়া হয়ে উঠেছে স্বাভাবিক অভ্যাস।

কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কানে ইয়ারফোন বা হেডফোন রাখলে হতে পারে বিপদ। সম্প্রতি দিল্লির এক মহিলার ঘটনা শোনার পর অনেকেই শিউরে উঠেছেন। টানা আট ঘণ্টা ইয়ারপড কানের মধ্যে রাখার পর সামান্য শ্রবণশক্তি হ্রাস দেখা দিয়েছে তার।

বিজ্ঞানের বক্তব্য, হ্যাঁ, তবে কিছু শর্তসাপেক্ষে। আপনি কী ধরনের কাজ করছেন, গানটি কথাসঙ্গত নাকি ইনস্ট্রুমেন্টাল এবং মস্তিষ্ক কীভাবে শব্দ প্রক্রিয়াকরণ করে— সবই গুরুত্বপূর্ণ।

ভারতের হায়দরাবাদের কেয়ার হসপিটালের স্নায়ুবিশেষজ্ঞ ড. উমেশ টি বলছেন, গান বা শব্দ অনেক সময় মনোযোগ বজায় রাখতে সাহায্য করে, বিশেষত চারপাশ যখন ব্যস্ত বা বিশৃঙ্খল থাকে। কিন্তু তা হওয়া উচিত এমন সাউন্ড যা মন কেড়ে না নেয়।

তিনি যোগ করেন, যারা পড়াশোনা বা লেখার মতো কাজে ব্যস্ত, তাদের ক্ষেত্রে গানের কথা থাকলে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। এ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড বেশি উপযোগী।

আর এক ধরনের শব্দ ‘ব্রাউন নয়েজ’, আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এক ধরনের নিম্ন তীব্রতার, লাগাতার শব্দ, যেটি মস্তিষ্কে কোনো নির্দিষ্ট আবেগ বা সুর তৈরি করে না। এতে মন স্থির থাকে, কাজের গতি বজায় থাকে। ADHD বা মনোযোগ ঘাটতিতে ভোগা ব্যক্তিদের জন্যও এটি উপকারী বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তবে এখানে সাবধানতা জরুরি, যদি মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায়, শুধু কোনো সাউন্ড থাকলেই মন বসে, তবে নীরবতা একসময় বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। মাঝে মাঝে একেবারে কোনো শব্দ ছাড়াই কাজ করার অভ্যাস গড়ে তোলা দরকার।

ইয়ারফোন ব্যবহারের বিপদ কী কী?

কানেই তো দিচ্ছি, তা-ও আবার দামি কোম্পানির। কী-ই বা ক্ষতি হতে পারে? ভাবনাটা এমন হলে ভুল করবেন। কারণ গান শোনা বা পডকাস্ট প্লে করে কাজ করার অভ্যাস থাকলেও, টানা অনেকক্ষণ ইয়ারফোন ব্যবহার করা শরীরের পক্ষে মোটেই নিরাপদ নয়। কানের গঠনের সঙ্গে মিল না থাকলে, ইয়ারফোনের খাপ না খেলে অস্বস্তি, অ্যালার্জি এমনকি কানে সূক্ষ্ম চোটও হতে পারে।

আর মোমের কথা ভুলে গেলে চলবে না। আমাদের কান স্বাভাবিক নিয়মে মোম বের করে দেয়। ‘কিন্তু বারবার ইয়ারফোন ব্যবহার করলে সেই মোম ভিতরের দিকে ঠেলে যায়, পাশাপাশি কানের বাইরের প্রাকৃতিক আর্দ্রতাও হারায়। এতে কান শুষ্ক হয়ে সংক্রমণের আশঙ্কা বাড়ে। সামান্য শ্রবণশক্তি কমার মতো ঘটনাও ঘটতে পারে,’ যোগ করেন বেঙ্গালুরুর গ্লেনিগলস BGS হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ড. মঞ্জুনাথ এম কে।

তিনি আরও বলেন, যারা নিয়মিত পরিবেশের স্বাভাবিক শব্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন ইয়ারপ্লাগ বা ইয়ারবাড ব্যবহার করেন, তাদের মস্তিষ্ক একসময় স্বাভাবিক শব্দ শোনার অভ্যাস হারায়। ফলে পরবর্তী সময়ে ছোটোখাটো শব্দও অসহ্য মনে হতে পারে, তৈরি হয় অডিটরি হাইপারসেনসিটিভিটি।'

তবে কতক্ষণ হেডফোন কানে রাখা নিরাপদ?

চিকিৎসকদের পরামর্শ হলো, ‘৬০/৬০ নিয়ম’, ৬০ শতাংশ ভলিউমে একটানা সর্বোচ্চ ৬০ মিনিট।

ইয়ারফোন ব্যবহারসংক্রান্ত সচেতনতা

১. প্রতি আধা ঘণ্টা বা এক ঘণ্টা অন্তর অন্তত ৫-১০ মিনিট কানকে বিশ্রাম দিন

২. ইয়ারফোন পরিষ্কার রাখুন

৩. গভীরে ঠেলে দেবেন না

৪. মাঝে মাঝে সম্পূর্ণ নীরবতায় কাজ করুন

৫. ভলিউম কম রাখুন

ঘন ঘন এবং দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার শুধু কানের ক্ষতি করছে না, মনোযোগ ধরে রাখার স্বাভাবিক ক্ষমতাও কমাচ্ছে। এখনই সতর্ক না হলে, ভবিষ্যতে মস্তিষ্কই হয়তো নীরবতার গুরুত্ব বুঝতে পারবে না।

সূত্র : দ্য ওয়াল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X