বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিষয়বস্তু তুলে ধরে গম্ভীরা গানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতারা।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির যাদুপুর গ্রামের শিমুলতলার বালুরচর স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এ আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী গোলাম জাকারিয়া এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম জামান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বাবলু হক প্রমুখ ।
লিফলেট বিতরণের শেষে এক পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন