কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজারো সেনা

যুদ্ধক্ষেত্রে সতর্ক অবস্থায় একটি ট্যাংক। ছবি : সংগৃহীত
যুদ্ধক্ষেত্রে সতর্ক অবস্থায় একটি ট্যাংক। ছবি : সংগৃহীত

নাটকীয় মোড় নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার রাশিয়াকে রীতিমতো চেপে ধরেছে ইউক্রেন।

গত কয়েক দিন ধরে মস্কোর চোখের ঘুম কেড়ে নিয়েছে কিয়েভ। এতদিন স্বীকার না করলেও রোববার (১১ আগস্ট) নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছে মস্কো। ইউক্রেনের এমন আগ্রাসনে চাপ বাড়ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর।

রাশিয়া কখনো ভাবেনি এমনটা ঘটবে। কিন্তু বদলে গেছে পাশার দান। এখন রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী। দ্রুতগতিতে তারা এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পুরো মাত্রায় হামলা শুরুর পর এ প্রথম দেশটির এতটা ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ষষ্ঠ দিনের মতো লড়াই চলছে। সেখানকার তলপিনো ও অবসকি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাচ্ছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই প্রথম ওই হামলার কথা স্বীকার করেছেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, চলতি গ্রীষ্মে কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়া দুই হাজারের বেশি হামলা চালিয়েছে। আর্টিলারি, মর্টার, ড্রোন এমনকি মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে। এসব হামলার জবাব দেওয়া হচ্ছে।

রাশিয়া দাবি করেছিল, ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হাজার হাজার ইউক্রেনীয় সেনা এ অভিযানের অংশ হয়েছে।

ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, আমরা এখন আক্রমণাত্মক ভূমিকায় আছি। আমাদের উদ্দেশ্য শত্রুদের অবস্থান প্রসারিত করা, সর্বাধিক ক্ষয়ক্ষতি করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা। কারণ তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতে অক্ষম। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শত্রুদের মোবাইল গ্রুপ রাশিয়ার আরও ভেতরে ঢোকার একটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে তারা।

ইউক্রেন বাহিনী বলছে, তারা কুরস্ক অঞ্চলের একাধিক স্থাপনা নিজেদের দখলে নিয়েছে। রাশিয়ার তিন কিলোমিটার ভেতর গুয়েভো নামের একটি গ্রামে ইউক্রেনের সেনাদের করা ভিডিওতে দেখা যায়, একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরিয়ে ফেলছে তারা। আরও কয়েকটি গ্রামেও একই ধরনের ভিডিও ধারণ করে ইউক্রেনীয় বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্য দিয়ে স্কুল এমপিওভুক্ত করেছেন কথিত প্রধান শিক্ষক

ডুবোচর ও তাপ বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ইলিশশূন্য পায়রা!

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকার অনুদান

পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন / জিও ব্যাগ ফেলছে পাউবো, স্থানীয়দের দাবি টেকসই বাঁধ

৫ শিক্ষকের ৪ জনই অনুপস্থিত, পাঠদান ব্যাহত

একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম

হেফাজত আমিরের সঙ্গে নেজামে ইসলাম পার্টির নেতার বৈঠক

সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত

যুক্তরাষ্ট্রে বন্যা কেন এত মারাত্মক হলো, দায় কার?

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ

১০

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১১

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

১২

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল

১৩

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ

১৪

চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন : নাহিদ ইসলাম

১৫

চাল বাজারে তদারকি, ১৩৮ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

১৬

ফেনীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান

১৭

মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ

১৮

শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচিতে লাঠিচার্জ, আহত ২০

১৯

উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক পরিণত হয়েছে ডোবায়

২০
X