পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষার্থীদের যুদ্ধকালীন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ শুরু করেছে ভারত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখার (এলওসি) আশপাশের এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের।
এদিকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেছে পাকিস্তান।
বহুকাল ধরে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের এমন উত্তেজনার মাঝে কাশ্মীরের শিক্ষার্থীদের যুদ্ধকালীন নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে ভারত।
বুধবার দেশটির সংবামাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলার ঘটনার পর টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
দুই দেশের সৈন্যদের হামলা-পাল্টা হামলায় নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছেন ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখা (এলওসি) লাগোয়া অঞ্চলের বাসিন্দারা।
প্রতিবেদনে আরও বলেছে, বিশেষ করে পাকিস্তানি বাঙ্কার থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত তুলাওয়ারির মতো গ্রামের স্কুল শিক্ষার্থীরা চরম হুমকির মুখোমুখি হয়েছে। এই হুমকি বিবেচনায় নিরাপত্তার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে নিরাপত্তা মহড়া, কামানের গোলা থেকে নিজেকে রক্ষার কৌশল এবং যুদ্ধের সময় কী করা উচিত, সে সম্পর্কে সচেতনতা বিষয়ক সেশন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা চলমান অনিশ্চিত পরিস্থিতি সম্পর্কে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন