কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের সাধারণ মানুষ

সিভিল ডিফেন্স মহড়ায় ভারতীয়রা। ছবি : সংগৃহীত
সিভিল ডিফেন্স মহড়ায় ভারতীয়রা। ছবি : সংগৃহীত

বাতাসে চাপা গুঞ্জন, শুরু হবে ভয়াবহ সামরিক সংঘাত। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে? বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কী করণীয়? এমন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যকে মহড়া চালানোর নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। আর সেই নির্দেশনার পর আসন্ন যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতের সাধারণ মানুষ।

জানা গেছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে যুদ্ধের শঙ্কা থেকেই আগাম প্রস্ততি শুরু করেছে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে একাধিক রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে 'সিভিল ডিফেন্স ড্রিল' বা বেসামরিক প্রতিরক্ষা মহড়া পরিচালনার।

মঙ্গলবার ভারতের সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নাগরিকদের অবহিত করতে এই মহড়ার নির্দেশ দিয়েছে। ১৯৭১ সালের পর এই প্রথম এত বড় পরিসরে সিভিল ডিফেন্স মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তে প্রতিরক্ষা বাহিনীও বড় পরিসরে যুদ্ধ মহড়া শুরু করেছে।

রাজস্থান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর ‘প্রি-প্ল্যানড ট্রেনিং এক্সারসাইজ’ শুরুর মধ্যেই এই উদ্যোগের তাৎপর্য নিয়ে বিশ্লেষকরা বলছেন, এটি যুদ্ধের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। সূত্র জানিয়েছে, প্রায় ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় এই মহড়া চলবে, যার মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর ও গুজরাটের মতো সীমান্তবর্তী ও কৌশলগত এলাকাগুলি।

এই মহড়ার আওতায় মানুষকে শেখানো হচ্ছে কীভাবে বিমান হামলার সাইরেন শুনলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, কোথায় লুকাতে হবে, কীভাবে ব্ল্যাকআউটের সময় কাজ করতে হবে, এবং জরুরি প্রয়োজনে কীভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে হবে।

পাঞ্জাবের ফিরোজপুরে ইতিমধ্যেই একাধিকবার রাতের বেলা ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনাবাহিনী স্থানীয় বিদ্যুৎ দফতরের সহযোগিতায় নির্ধারিত সময়ের জন্য পুরো শহরকে অন্ধকারে ডুবিয়ে মহড়া চালায়। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক কর্মীদেরও এই মহড়ায় অংশ নিতে বাধ্যতামূলক করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পেহেলগাম হামলার জেরে নয়াদিল্লিতে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে সরকারের প্রতিক্রিয়া শুধু কূটনৈতিক নয়, সামরিক প্রতিশোধের দিকেও গড়াতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরপর কয়েকটি বৈঠক সেই বার্তাই দিচ্ছে।

এদিকে, পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, এবং সামরিক মহড়াসহ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

তীব্র এই স্নায়ুযুদ্ধের আবহে ভারতের সাধারণ মানুষ এখন যুদ্ধকালীন বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক তা সামরিক সংঘাতের দিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। কারণ, যুদ্ধ হলে তা কারো জন্যই সুখকর হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১০

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১১

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১২

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৩

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৪

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৫

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

১৬

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

১৭

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

১৮

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৯

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X