কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

১৯৭১ সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত

ভারতীয় বিমানবাহিনী। ছবি : সংগৃহীত
ভারতীয় বিমানবাহিনী। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির তিন বাহিনী- স্থল, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে এ হামলা চালিয়েছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার তিন বাহিনী একযোগে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, এই অভিযান চালানো হয়েছে সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ও পরিচালনা হচ্ছিল। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে- এই হামলায় কোনো পাক সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। অত্যন্ত সংযত থেকে নিশানা বেছে নিয়ে ও পরিকল্পিতভাবে এই অপারেশন সম্পন্ন করা হয়েছে বলে দাবি ভারতের।

ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অপারেশনে ধ্বংস করা হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি, যার মধ্যে রয়েছে জেইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের সদর দপ্তর এবং লস্কর-ই-তৈয়েবার মুরিদকির ঘাঁটি। তিন বাহিনীই ব্যবহার করেছে আধুনিক প্রিসিশন স্ট্রাইক অস্ত্র, কামিকাজে ড্রোন এবং লয়টারিং অ্যামিউনিশন- এমন সব প্রযুক্তি যা লক্ষ্যে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

সূত্র জানায়, এই পুরো অভিযানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যক্ষ তত্ত্বাবধানে চালানো হয়। রাতভর তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন। অপারেশনের পরপরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন এনএসএ এবং পররাষ্ট্র সচিব মার্কো রুবিওকে অবহিত করেন।

ভারত বলছে, এই অভিযান পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার প্রত্যুত্তর। সেই হামলায় নিহত হন ২৬ নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন- এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ‘অপারেশন সিঁদুর’ সে জবাবই বহন করে এনেছে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি ওই সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অন্যদিকে, ভারতীয় হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাল্টা হামলায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দখলের চেষ্টা

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

১০

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১১

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১২

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১৩

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৪

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৫

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৬

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৭

বাস উল্টে নিহত ২

১৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৯

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

২০
X