বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার ইন্ডিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার, মিলতে পারে দুর্ঘটনার কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ব্ল্যাক বক্স মিলেছে। আহমেদাবাদের মেঘানিনগরে চিকিৎসকদের যে হোস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল, তার ছাদ থেকে শুক্রবার (১৩ জুন) উদ্ধার হয়েছে সেই ব্ল্যাক বক্স। এমনটাই বলছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের একটি সূত্র।

এই ব্ল্যাক বক্সের মধ্যে বিমানের প্রয়োজনীয় তথ্য বন্দি থাকে। সেই নথি, তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে। যদিও এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির কয়টি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আহমেদাবাদ দুর্ঘটনার তদন্ত করছে এয়ার ক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। ওই তদন্তকারী সংস্থার একটি দল এবং গুজরাট সরকারের ৪০ জন আধিকারিক শুক্রবার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।

এই ব্ল্যাক বক্সের নথি ঘেঁটে জানা যেতে পারে, ঠিক কী কারণে বিমানটির ওই পরিণতি হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, নাম ব্ল্যাক বক্স হলেও এই যন্ত্রের রং গাঢ় কমলা। বিমান ধ্বংস হয়ে গেলেও এটি নষ্ট হয় না। জলে পড়লে, আগুনে পুড়ে গেলেও বছরের পর বছর অক্ষত থাকে। এর মধ্যে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিন কীভাবে কাজ করছে, সে-সংক্রান্ত যাবতীয় তথ্য থাকে। ককপিটে কী কথাবার্তা চলছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কী কথা হয়েছে, তা-ও রেকর্ড করা থাকে এই ব্ল্যাক বক্সে। এ হেন তথ্য অক্ষত রাখতে ব্ল্যাক বক্স তৈরি করা হয় স্টিল ও টাইটেনিয়াম দিয়ে।

ব্ল্যাক বক্সের দুটি অংশ থাকে— এক. ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর)। দুই. ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। বিমানের প্রযুক্তিগত তথ্য ধরে রাখে ডিএফডিআর। ককপিটের সব কথোপকথন ধরে রাখা থাকে সিভিআরে। বিপদের সময় পাইলট কার সঙ্গে কী কথা বললেন, সবই রেকর্ড থাকে সিভিআরে। পরে তা থেকেই জানা যায়, দুর্ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল।

বৃহস্পতিবার বেলা ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান। ওড়ার পাঁচ মিনিটের মাথায় অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়েছিল সেটি। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। একজন যাত্রী বেঁচে গিয়েছেন। বিশ্বাস কুমার রমেশ নামে ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানটি বসতি এলাকায় ভেঙে পড়েছে। সে কারণে ওই এলাকাতেও অনেকেই হতাহত হয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীসহ ২৬৫ জনের মৃত্যু হয়েছে। মেঘানিনগরে চিকিৎসকদের হোস্টেলে বিমানটি ভেঙে পড়েছে। সেই হোস্টেলে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

প্রশাসন সূত্র আরও জানায়, দুর্ঘটনায় ওই এলাকায় আহত প্রায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

১০

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

১১

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১২

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১৩

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১৪

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৬

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৭

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

১৯

বায়রার ফখরুলকে ‎ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

২০
X