রাস্তায় অন্য পুরুষের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। তখনই ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ধরে ফেলেন স্বামী। স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে নিজেকে শান্ত রাখতে পারেননি তিনি। রাস্তাতেই চিৎকার করে কাঁদতে শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে স্ত্রীকে প্রকাশ্যে মারধর শুরু করেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, অন্য এক যুবকের সঙ্গে প্রেম করার সময় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছেন এক তরুণ। তরুণের সঙ্গে তার এক আত্মীয়াও ঘটনাস্থলে ছিলেন।
স্বামীকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘তুই কেন আমার পাঁচ বছর নষ্ট করলি বল? কেন আমার জীবন এভাবে নষ্ট করলি?
তবে তরুণের সঙ্গে সমানে তর্ক চালিয়ে যান স্ত্রী। জানান, তিনি ভুল কিছু করেননি। এতে আরও রেগে যান তরুণ। কান্না থামিয়ে স্ত্রীকে ধাক্কা মারেন। পাল্টা ধাক্কাও খান। এরপর তরুণ আরও রেগে যান। চড় মারেন স্ত্রীকে। চড় খেয়ে মাটিতে পড়ে যান ওই নারী। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
মন্তব্য করুন