

ব্যাংকের ম্যানেজার তার অফিসে বসে কাজ করছেন। এ সময় তার গলা জড়িয়ে ধরে হিন্দি গানের তালে নেচে রিল তৈরি করছেন সালওয়ার কামিজ পরা এক তরুণী। ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কক্ষে এ ঘটনা ঘটেছে।
শাখাটি হরিয়ানার পঞ্চকুলায় অবস্থিত। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, এক তরুণী ব্যাংকের ভেতরে ম্যানেজারের রুমে ঢুকে রিল ভিডিও তৈরি করছেন। ম্যানেজার তার ডেস্কে বসে কাজ করছেন। তরুণীকে ম্যানেজারের কাঁধে হাত রেখে গানের সুরে ঠোঁট মেলাতে দেখা যায়।
তবে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তিনি ব্যাংকে কাজ করেন নাকি ম্যানেজারের কোনো আত্মীয়া। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর এমন কাণ্ড করায় ওই ব্যাংক ম্যানেজারের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
মন্তব্য করুন