কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

এই মৌসুমে ৩৮ লাখ বিয়ের সম্ভাবনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কেবলই শেষ হয়েছে দীপাবলির উৎসব। এর মধ্যেই ভারতে আসছে বিয়ের মৌসুম, যা শুরু হবে আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) থেকে। উৎসবের অর্থনীতিকে সামনে রেখে উজ্জীবিত হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে এই মৌসুমে দেশটিতে বাণিজ্য হবে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি রুপি।

গত বছরের তুলনায় এই বছর বিয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। ২০২২ সালে ৩২ লাখ বিয়ের ব্যবসায়িক মূল্য ধরা হয়েছিল প্রায় চার লাখ কোটি রুপি। এই মৌসুমের বিয়ে শুরু হবে ২৩ নভেম্বর, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) পক্ষ থেকে বলা হয়েছে, বিয়ের জন্য বিভিন্ন পণ্য কেনা, নানা পরিষেবা গ্রহণের জন্য এবার গত বছরের একই সময়ের তুলনায় ব্যয়ের পরিমাণ প্রায় এক লক্ষ কোটি রুপি বাড়তে চলেছে।

দেশের বিভিন্ন রাজ্যের ৩০টি শহরের বাণিজ্য সংস্থা এবং পণ্য ও পরিষেবার স্টেক হোল্ডারদের কাছে থেকে পাওয়া তথ্য অনুসারে এই বিষয়টি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।

এ বিষয়ে সিএআইটির সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল ভারতের একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‌‘এই সময়ের মধ্যে (২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর) ৩৮ লাখ বিয়ের অনুমান করা হয়েছে। এর জন্য প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। গত বছর প্রায় ৩২ লাখ বিয়ে হয়েছে। এর জন্য মোট ব্যয় হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা। চলতি বছরে বিয়ের মৌসুমে এই ব্যয় এক লাখ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। এটি ভালো লক্ষণ। বিশেষত দেশের অর্থনীতি এবং খুচরা ব্যবসার জন্য এটি ভালো দিক।’

বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা দেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজারসামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জারসামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহারসামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

এ ছাড়া তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, কেটারিং, ভ্রমণসেবা, ক্যাবসেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগলের Disco দিয়ে আরও সহজে করুন ইন্টারনেট ব্রাউজিং

দেশীয় মাছের সংকট, বাজার দখল করছে সামুদ্রিক মাছ

আইরিশ হার্ড হিটার ব্যাটারকে দলে নিল চট্টগ্রাম

‘গার্লফ্রেন্ড’ নিয়োগের বিজ্ঞাপন, নেটদুনিয়ায় তোলপাড়

৩ দাবিতে সচিবালয়ে ডাকসু ভিপির নেতৃত্বে প্রতিনিধিদল

অস্ট্রেলিয়ায় হামলার আগে মাকে যা বলেছিলেন হামলাকারী

এনসিপির নেতা তামিমের বাবা নিখোঁজ

হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো নিয়ে যা বলছে বিজিবি

মহিষ চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৩

সঙ্গীর বাবা-মায়ের মন জয় করবেন যেভাবে

১০

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

১১

বধূ বেশে সাদিয়া

১২

চবিতে প্রশাসনিক ভবনে তালা

১৩

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ

১৪

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলল ডিএমপি 

১৫

সুখ খুঁজছেন অক্ষয় কুমার

১৬

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

১৭

কলকাতায় নিরাপত্তা নিয়ে ‘গুরুতর হুমকি’ অনুভব করেন মেসি

১৮

অতিরিক্ত স্ক্রিন টাইম নীরব ক্ষতি করছে আপনার চোখ ও মস্তিষ্কের

১৯

জীবনহানির শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

২০
X