কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের খ্রিস্টান গ্রামে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৮

লেবাননের সামাইয়াহ গ্রামে ইসরায়েলের বিমান হামলার পর ধোঁয়া ওঠার দৃশ্য। ছবি: এএফপি
লেবাননের সামাইয়াহ গ্রামে ইসরায়েলের বিমান হামলার পর ধোঁয়া ওঠার দৃশ্য। ছবি: এএফপি

লেবাননের উত্তরে খ্রিস্টান অধ্যুষিত জঘর্তা জেলার একটি গ্রামে ইসরায়েলের বিমান হামলায় ১৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

গাজা যুদ্ধ শুরুর পর সোমবার (১৪ অক্টোবর) উত্তর লেবাননে এই প্রথমবার এমন হামলা চালালো ইসরায়েল।

এর আগে রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি গাজায়ও ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের রেডক্রস জানিয়েছে, বিমান হামলা জঘর্তা জেলার একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে সংঘটিত হয়েছে। এ অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে অনেক দূরে অবস্থিত।

স্থানীয় জনগণ এবং লেবাননের সরকারের মতে, এই হামলার শিকার হওয়া গ্রামটি যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। এর ফলে হামলাটিকে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বেশ কিছু ‘সন্ত্রাসী’কে নিশ্চিহ্ন করার কথা জানিয়েছে। লেবাননের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এ আক্রমণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

লেবাননের ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ রোববার মধ্য-উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে, যাতে অন্তত চার ইসরায়েলি সেনা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার আশঙ্কা বাড়ছে।

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার বিমান হামলায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী একটি খাদ্য বিতরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালায় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এছাড়া গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে বিমান হামলায় ৪ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন।

গাজায় চলমান সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ২৮৯ জনে এবং আহত হয়েছেন প্রায় ৯৮ হাজার ৬৮৪ জন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তে বলেছেন, রোববারের হামলা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের আক্রমণকে অপ্রয়োজনীয় এবং বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে।

ইসরায়েলের হামলা এবং লেবাননের প্রতিরোধ কার্যক্রম মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর সংঘাতের মধ্যে পরিণত হয়েছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীরবেই চলে গেল ‘প্লে-ব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের জন্মদিন

রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে হিরো আলমের পোস্ট 

নিক্সন চৌধুরীসহ ৪ জনের জব্দ আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

গুগল ক্রোম এখন অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে দেবে সতর্কবার্তা

জকসুর তপশিল ঘোষণা বুধবার

৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

ভয়াবহ দুর্যোগে ফিলিপাইন, ২৬ জনের মরদেহ উদ্ধার

১০

ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

১১

মেহেরপুরে বিএনপির চার নেতাকে বহিষ্কারের খবর ভুয়া

১২

এবার নতুন ফিচার নিয়ে জেমিনি

১৩

রাসেল ভাইপার থেকে গোখরা, রাজধানীর ৯ তলায়ও মিলছে সাপ

১৪

বিদ্যালয়ে গিয়ে দলীয় মার্কা চেনালেন দুই জামায়াত প্রার্থী

১৫

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার

১৬

জবি প্রতিনিধি / জকসু নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার দাবি জবি ছাত্র অধিকার পরিষদের

১৭

ইসির সামনে আমরণ অনশনে তারেক

১৮

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

১৯

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার, পরিচয় নিশ্চিতে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

২০
X