কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় সংঘর্ষে ৩৪০ আসাদপন্থি নিহত

সিরিয়ার পতাকা হাতে এক আন্দোলনকারী। পুরোনো ছবি
সিরিয়ার পতাকা হাতে এক আন্দোলনকারী। পুরোনো ছবি

সিরিয়ায় আসাদপন্থি একটি গোষ্ঠীর সঙ্গে বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং তাদের মিত্রদের সংঘর্ষ হয়েছে। এতে গোষ্ঠীটির অন্তত ৩৪০ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রদিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে আসাদপন্থি আলাওয়াইত গোষ্ঠীর সঙ্গে বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং তাদের মিত্রদের সংঘর্ষ হয়েছে। গেল বছরের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। এরপর সিরিয়ার নতুন কর্তৃপক্ষের জন্য নিরাপত্তা পুনরুদ্ধার করা সবচেয়ে জটিল কাজগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার পূর্ববর্তী উত্তেজনার পর মারাত্মক সংঘর্ষের ফলে নিরাপত্তা অভিযান শুরু হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, সেই সময় থেকে সিরিয়ার উপকূলীয় অঞ্চল এবং লাতাকিয়া পর্বতে নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলোর হাতে ৩৪০ জন আলাওয়াইত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অবজারভেটরি ইঙ্গিত দিয়েছে, তারা নিরাপত্তা কর্মী বা সরকারপন্থি যোদ্ধাদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় নিহত হয়েছে এবং এর সঙ্গে বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।

অবজারভেটরির তথ্য অনুযায়ী, বেসামরিক নাগরিকদের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা ৫৫৩ জনে পৌঁছেছে, যার মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯৩ জন সদস্য এবং ১২০ জন প্রো-আসাদ যোদ্ধা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী একটি আলাওয়াইত গ্রামে একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা শনিবার জানিয়েছে, লাতাকিয়া শহরের জাতীয় হাসপাতালেও সাবেক সরকারি বাহিনীর কিছু অনুসারী হামলা চালিয়েছিল, তবে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করেছে।

শুক্রবারে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা বিদ্রোহীদের প্রতি আহ্বান আত্মসমার্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তোমরা তোমাদের অস্ত্র ফেলো এবং আত্মসমার্পণ করো, না হলে পরবর্তীতে এটি খুব দেরি হবে।

সিরিয়ার উপকূলীয় অঞ্চলটি এখন কঠিন সময় পার করছে, যেখানে আসাদ পরিবারের অন্ধকার শাসনের কারণে আলাওইতদের প্রতি প্রতিশোধ নেওয়ার আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৭ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

ভারতের হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

০৭ মে : আজকের নামাজের সময়সূচি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান

ভারত-পাকিস্তান ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ

পাকিস্তানে হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

‘ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান’

১০

ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান

১১

ইতিহাস গড়া সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ

১২

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৮

১৩

পাকিস্তানে হামলা চালাল ভারত

১৪

স্বাস্থ্য পরামর্শ / বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব

১৫

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

১৬

খালেদা জিয়া ও ডা. জুবাইদার দেশে প্রত্যাবর্তনে নিউইয়র্ক বিএনপির আনন্দ মিছিল

১৭

৫ দিন ধরে নামাজ বন্ধ মসজিদে

১৮

আসামি ধরতে গিয়ে হামলায় আহত পুলিশের ৭ সদস্য

১৯

ডাব পাড়ায় পাঁচ শিক্ষার্থীকে শোকজ

২০
X