কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

আন্তর্জাতিক জলসীমা থেকে ‘ম্যাডলিন’ জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমা থেকে ‘ম্যাডলিন’ জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল। খরব বার্তা সংস্থা আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।

আটকদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতা ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ও কর্মী বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফ্লোটিলা ব্রাজিলের সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ফরাসি-ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য রিমা হাসান, তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণকর্মীও রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এক্সে প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সেলিব্রেটিদের বহনকারী তথাকথিত ‘সেলফি জাহাজ’কে রোববার মধ্যরাতে ইসরায়েলের উপকূলে আনা হয়েছে। জাহাজের সব ক্রু নিরাপদে আমাদের হেফাজতে রয়েছেন। তাদের খাবার ও পানি-স্যান্ডউইচ সরবরাহ করা হয়েছে। নাটক এখানেই শেষ।

আটককৃত কর্মীদের একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে উপহাস করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ভিডিও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক আদিল হক। তিনি এক্স-এ (সাবেক টুইটার) বলেন, এই ধরনের অপমানজনক আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংগঠন ‘সিএআইআর’ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাডলিন জাহাজে ইসরায়েলের অভিযান একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যুতার শামিল।

সংগঠনটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, এই মানবিক মিশনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং যাত্রীদের অপহরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজে বলেছেন, ইসরায়েলের গাজা নিয়ন্ত্রণের বৈধতা নেই। অবরোধ তুলে নেওয়া উচিত এবং গাজাবাসীদের সহায়তা দিতে হবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে ম্যাডলিন জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে তার শেষবার কথা হয়, যখন ক্যাপ্টেন বলেন, ‘আরেকটি নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে।’ এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক গাজার শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হয়ে গেছে। আহতদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ঈদের তৃতীয় দিন রোববারও (৮ জুন) গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে। গাজায় শুক্রবার ঈদুল আজহা পালিত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে ৩৯৩ আহতকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষমতা হাসপাতালগুলোর নেই।

নতুন নিহতের ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৮৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা ১ হাজার ২৬ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে। তখন থেকে ৪ হাজার ৬০৩ জনকে হত্যা এবং ১৪ হাজার ১৮৬ জনকে আহত করেছে তারা। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেওয়ার পর গাজায় হামলার তীব্রতা আরও বেড়েছে।

ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, গাজা সিটির বিভিন্ন এলাকায় কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনে হামলা চালানো হচ্ছে। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা… একটি বেসামরিক লোকজনভর্তি ভবন ধ্বংস করে দেওয়া অবশ্যই গণহত্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১০

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১১

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১২

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৩

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৪

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১৫

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১৬

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১৭

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১৮

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৯

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

২০
X