কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইয়েমেনিদের

ফাইল ছবি।
ফাইল ছবি।

লোহিত সাগরে ফের উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এক হামলা। তারা দাবি করেছে, সমুদ্রপথে চলাচলকারী একটি গ্রিক মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী নৌকা ব্যবহার করে হামলাটি চালানো হয়। ২০২৫ সালে সমুদ্রে হুতিদের এটাই প্রথম বড় ধরনের হামলা।

হুতিদের পক্ষ থেকে জানানো হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজটি ছিল তাদের টার্গেট। হামলার আগে জাহাজের ১৯ নাবিককে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। গত রোববার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি গোষ্ঠী।

তবে জাহাজটির মালিকানাধীন গ্রিক কোম্পানি স্টেম শিপিং জানিয়েছে, জাহাজটি আসলেই ডুবে গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করতে পারেনি।

খবরে বলা হয়, হামলার পর জাহাজ থেকে সাহায্যের সংকেত পাঠানো হলে, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন এডি পোর্টস গ্রুপের উদ্ধারকারী জাহাজ সাফিন প্রিজম ঘটনাস্থলে পৌঁছে ২২ আরোহীকে সফলভাবে উদ্ধার করে। স্টেম শিপিং জানায়, পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ প্রথমে নাবিকদের উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা দেয়।

স্টেম শিপিংয়ের প্রতিনিধি মাইকেল বুদোরোগলু বলেন, হামলার পরপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে, যার ফলে এটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ম্যাজিক সিজ নামের এই জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের দিকে যাচ্ছিল।

এই হামলার মধ্য দিয়ে লোহিত সাগরে ছয় মাস ধরে চলা আপাত শান্তিপূর্ণ পরিস্থিতির অবসান ঘটল। ২০২৩ সালের শেষভাগ থেকে শুরু করে ২০২৪ সালের শেষ পর্যন্ত হুতি বিদ্রোহীরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে বিশৃঙ্খলা তৈরি করে। এতে ইউরোপ-এশিয়ার মধ্যে পণ্য পরিবহনে সুয়েজ খালের বিকল্প পথ ব্যবহারে বাধা তৈরি হয়।

হুতিরা সে সময় জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই তারা লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে।

তবে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ হামলার পর চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের কোনো আক্রমণের খবর ছিল না। নতুন করে হামলা শুরু হওয়ায় আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ইস্যু আবার সামনে চলে এসেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা ভবিষ্যতের বাণিজ্য রুটগুলোকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদীর পোস্টে সারজিস লিখলেন, ‘এ লড়াই আপনার একার নয়’

সন্ধ্যায় দুধ চা না লেবু চা— কোনটা খাবেন আর কেন?

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

কর্ণফুলী টানেল লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে : চসিক মেয়র

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, অতঃপর...

‘সোনাই মাধব’ নাটকের ২০২তম মঞ্চায়ন

‘আমরা দুই, আমাদের তিন’- নীতিতে চলতে বললেন আরএসএস নেতা

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপ-পরিচালক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৫ জন

১০

চেক ডিজঅনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

১১

র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ

১২

অল্পের জন্য প্রাণে বাঁচল বাসভর্তি যাত্রী

১৩

নির্বাচন কমিশনের ওপর যে ‘অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

১৪

আখের রস খাওয়া কি ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদ

১৫

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

১৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড

১৭

৩১ দফা দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা : কফিল উদ্দিন

১৮

‘আ.লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না’

১৯

যুক্তরাজ্য থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি

২০
X