কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে যে শর্ত আবশ্যক চায় ফিলিস্তিন

ইসরায়েলে জিম্মিদের স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইসরায়েলে জিম্মিদের স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে জিম্মিদের মুক্তির জন্য চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা। কয়েক ধাপের আলোচনা শেষে আলোর মুখ দেখতে চলেছে এ চুক্তি। এতে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে চুক্তিতে একটি বিশেষ শর্ত অত্যাবশ্যক করতে চায় ফিলিস্তিন। মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, যে কোনো যুদ্ধবিরতির জন্য গাজার ওপর দিয়ে বিমান চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে হামাস।

সংবাদমাধ্যম ওয়াল্লা হামাসের নেতা ইয়াহইয়া সিনওয়ারের বরাতে জানিয়েছে, গাজার ওপর সব ধরনের বিমান চলাচল বন্ধ চায় হামাস। অন্যদিকে ওয়াইনেট জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দৈনিক ছয় ঘণ্টা বিমান চলাচল বন্ধ চায় হামাস।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলার বেশিরভাগই আকাশপথে পরিচালিত হয়েছে। এ সময়ে হাজারবার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজায় ইসরায়েল যুদ্ধবিমান ছাড়াও স্থল অভিযানের লক্ষ্যবস্তু ও হুমকি শনাক্তকরণ, আক্রমণ এবং নজরদারির জন্য অসংখ্য ড্রোন পরিচালনা করে আসছে। ফিলিস্তিনের এ শর্ত মানলে গাজায় ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। বিমান পরিচালনা ও ড্রোনের মাধ্যমে তারা জিম্মিদের মুক্তির ওপরও নজরদারি করে আসছে।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) অপর এক প্রতিবেদনে যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য এই চুক্তির মধ্যে কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেসব বিষয় সামনে নিয়ে এসেছে ফরাসি বার্তা সংস্তা এএফপি।

এএফপির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। এ সময় ইসরায়েলের স্থল অভিযান বন্ধ থাকবে এবং দক্ষিণ গাজায় বিমান হামলা সীমিত থাকবে। এ ছাড়া ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৩০০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। এসবের বিনিময়ে ৫০ থেকে ১০০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদের মধ্যে ইসরায়েলি ও বিদেশে বেসামরিক নাগরিক থাকলেও কোনো সেনা সদস্যকে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশক আলজাজিরাকে বলেছেন, কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মধ্যে যুদ্ধবিরতি, গাজার সব এলাকায় ত্রাণ সরবরাহ এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় থাকবে। জিম্মি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিষয় থাকবে বলেও জানান তিনি।

আল-রিশক বলেন, এই চুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। তবে একপর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামনে অগ্রসর হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

আরও বাড়ল স্বর্ণের দাম

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

১০

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

১১

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

১২

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

১৩

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

১৪

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের সহায়তা 

১৫

আন্দোলনে নেতৃত্ব দেওয়া পটুয়াখালীর ৪ শিক্ষককে বরগুনায় বদলি

১৬

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

১৭

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

১৮

ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান

১৯

ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

২০
X