বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানকে বরণের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনি মা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি মুক্তি দেওয়া হবে এমন তিনশ ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। এতে অনেক ফিলিস্তিনি পরিবার তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার সম্ভবনায় আশাবাদী হয়ে উঠেছেন।

সন্তানের আগমনের আশায় অনেক দিন পর একইসাথে আশাবাদী ও শঙ্কিত এক মা ফিদা আবু মারিয়া। ঘর গোছানো আর ছেলের পছন্দের খাবার তৈরিতে ব্যস্ত তিনি। তার আশা, ছেলে উবাই হয়তো আজ ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পাবে। ছেলেকে বুকে টেনে নিতে তিনি ইতোমধ্যে সেরে নিয়েছেন ঘরোয়া আয়োজন। ছেলের রুমে গিয়ে তার ব্যবহৃত প্রতিটি পোশাক ভাঁজ করে রাখছেন। গুছিয়ে রাখছেন বিছানার চাদর।

ইসরাইলের প্রকাশিত তালিকা অনুযায়ী, যাদের বৃহস্পতিবার মুক্তি দেওয়ার কথা রয়েছে উবাইয়ের নাম সেখানে রয়েছে। এর পর প্রতিটি মুহূর্ত মায়ের কাটছে চাপা স্বস্তি আর শঙ্কার মধ্যে। পুরোপুরি শঙ্কামুক্ত হওয়া যায়নি। যদি ইসরায়েলি বাহিনী তার কিশোর ছেলেকে মুক্তি না দেয় তাহলে কী হবে...

ইসরায়েলি বাহিনীর সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় জিম্মি দশা থেকে মুক্তি পাবেন অন্তত ৫০ ইসরায়েলি। মুক্তি পেতে যাওয়া ৩০০ ফিলিস্তিনি বন্দির মধ্যে রয়েছেন দেড়শ নারী ও দেড়শ শিশু-কিশোর।

১৮ বছর বয়সী উবাই আটকের সময় গুলির আঘাতে আহত হন। এতে তার একটি হাতের কার্যক্ষমতা ৭০ শতাংশ কমে যায়। এর আগেও চারবার গ্রেপ্তার হয় উবাই। উবাইয়ের বাবা ইউসেফ আবু মারিয়া ৩০ বার গ্রেফতার হয়েছেন। ছেলের বাড়ি ফেরাকে বীর রূপে ফের নতুন জন্ম হিসেবে দেখতে চান তিনি।

এর আগে, ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। ওয়েবসাইটে তালিকার পাশাপাশি নাম ও বয়সসহ কিছু তথ্য যুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার সকালে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। হাবরিউ মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আগে বিরোধিতা করলেও দেশটির অতি ডানপন্থি ইহুদিবাদী দল এর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের দল ওতজমা ইয়েহুদিত এ চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।

বুধবার সকালে এ ব্রিফিংয়ে ইসরায়েলের সরকার জানিয়েছে, এ চুক্তির আওতায় ৫০ জন ইসরায়েলি জিম্মির মুক্তির আশা করা হচ্ছে। যেখানে বেশিরভাগই হবে নারী ও শিশু। এর আওতায় প্রতিদিন ১২ থেকে ১৩ জনের একটি করে দল মুক্তি পাবে। যুদিও চুক্তির বিষয়ে বিস্তারিত জনসম্মুখে কিছুই বলা হয়নি।

এর আগে মঙ্গলবার রাতে টাইমস ইসরায়েল দেশটির এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, আগামী চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দৈনিক এক ডজন করে জিম্মি মুক্তি পাবেন।

চুক্তি অনুযায়ী, এসব জিম্মিদের কয়েক ধাপে মুক্তি দেওয়া হবে। প্রতি ১০ জন জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৩০ জিম্মির মুক্তির শর্তারোপ করা হয়েছে। এ ছাড়া চুক্তিতে স্থলভাগে চার থেকে পাঁচ দিনের সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X