কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির দাবি তোলেননি বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি তোলেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন দুই নেতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) গাজায় ত্রাণসহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাসের একদিন পর তাদের মধ্যে এই ফোনালাপ হলো। খবর আলজাজিরার।

বাইডেন শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমি আজ (শনিবার) নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন হয়েছে।’ এ সময় যুদ্ধবিরতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যুদ্ধবিরতির কথা বলিনি।’

সাংবাদিকদের সঙ্গে বাইডেনের আলাপের পর মার্কিন হোয়াইট হাউস থেকে দুই নেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, নেতানিয়াহুর সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, এর উদ্দেশ্য ও পর্যায় নিয়ে আলোচনা করেছেন বাইডেন।

মানবিক সহায়তাকর্মীসহ বেসামরিক জনগণের সুরক্ষার ওপর জোর দেন বাইডেন। একই সঙ্গে যুদ্ধরত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। তাদের আলোচনায় হামাসের হাতে বন্দিদের মুক্তির বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গত শুক্রবার গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণসহায়তা পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। শুরুর দিকে এর খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব রাখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শুধু মানবিক সহায়তার কথা বলা হয়। প্রস্তাবটি এক সপ্তাহ ঝুলে থাকার পর পাস হলেও এতে যুদ্ধ থামানোর কোনো কথা বলা হয়নি। ফলে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্বের অধিকাংশ দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালেও বিরোধিতা করছে ইসরায়েল ও তাদের প্রদান মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, গাজায় যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। এ জন্য স্থায়ী যুদ্ধবিরতি পরিবর্তে তারা সেখানে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে। এই সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে চায় তেল আবিব ও ওয়াশিংটন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে যত বিলম্ব হচ্ছে তত দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসারয়েলি হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে।

শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। এ নিয়ে ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মরদেহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১০

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১১

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১২

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৩

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৪

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১৫

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১৬

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১৭

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

১৮

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৯

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

২০
X