বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে ইসরায়েলের নষ্ট খাবার খেয়ে অসুস্থ ফিলিস্তিনি বন্দিরা

ইসরায়েলের কুখ্যাত অফার কারাগার। ছবি : সংগৃহীত
ইসরায়েলের কুখ্যাত অফার কারাগার। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এবার কারাগারে ইসারয়েলের দেওয়া খাবার খেয়ে বন্দিদের অসুস্থের খবর পাওয়া গেছে। সোমবার (১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুখ্যাত অফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে ইসরায়েলে। রামাল্লাহর দক্ষিণের এ কারাগার থেকে নতুন বছরের শুরুতে বন্দিদের মুক্তির খবর পাওয়া গেছে। রোববার (৩১ ডিসেম্বর) রাতে তাদের মুক্তি দেওয়া হয়।

বন্দি এবং প্রাক্তন বন্দিবিষয়ক কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, অফার কারাগারে ইসরায়েলিরা বন্দিদের নষ্ট খাবার দিচ্ছে। এর ফলে সেখানকার কারাগারে থাকা বন্দিরা খাদ্যে বিষক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

কমিশনের আইনজীবী জানান, গত ২৮ ডিসেম্বর থেকে বন্দিদের সঙ্গে দেখা করা কঠিন হয়ে পড়েছে। কারাগারে দেওয়া খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বন্দিরা বমি, পেটেব্যাথা, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

ইসরায়েলের বিরুদ্ধে কারাগারে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। এর আগে গত ডিসেম্বরের শুরুতে বন্দি বিনিময়ের সময় ইসরায়েলি কারাগার থেকে ‍মুক্তি পাওয়া আবু ইউসুফ আবু মারিয়া আলজাজিরাকে বলেন, কারাগারে প্রতিদিন ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ওপর তাণ্ডব চালাত। এমনকি কারাগারে তারা মারধরের শিকারও হয়েছেন। তিনি বলেন, কারাগারে ইসরায়েলিরা তাদের ঠিকমতো খাবারও দেয়নি।

আবু মারিয়া অফার কারাগারে বন্দি ছিলেন। তিনি জানান, তিনি সেখানে আহত হয়েছিলেন। তবে কারাগারে তাকে কোনো ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

কারাগার থেকে বের হয়ে মুক্তির আনন্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা অবিশ্বাস্য এক আনন্দ। তবে যারা কারাগারে রয়ে গেছে আমি তাদের জন্য ব্যথিত।

এর আগে কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি নারী নিজের সঙ্গে ঘটে যাওয়া দুর্বিষহ স্মৃতির বর্ণনা দেন। আলজাজিরাকে তিনি জানান, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নারী বন্দিরা। তাদের যৌন হেনস্তার হুমকি দিয়েছে ইসরায়েলের সেনারা।

কারাগার থেকে মুক্তি পেয়ে রুকাইয়া আমরো নামের এক নারীর কাছে আলজাজিরার সাংবাদিক আবদেল হামিদ জানতে চান যে, অন্য বন্দিদের মতো তিনিও কারাগারে যৌন হেনস্তার হুমকির মুখোমুখি হয়েছেন কি না। এর জবাবে তিনি হ্যাঁসূচক উত্তর দেন। তার আগে মুক্তি পাওয়া অন্যরাও একই ধরনের অভিযোগ করেছেন।

রুকাইয়া বলেন, তারা আমাদের বানানো ভিডিও দেখাত। কিন্তু মেয়েরা এসব দেখতে প্রত্যাখ্যান করত। এমনকি ইসরায়েলি গার্ডরা তাদের বলত যে দেখা আমরা তোমার সাথেও এমন করতে চলেছি। এটা এমন সব বিষয়ে যা আমি বলতেও পারব না।

এর আগে বন্দিদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেন ফিলিস্তিনিরা। জেনিনের বাসিন্দা মোহাম্মাদ নাজেল নামের এক তরুণ জানান, সপ্তাহখানেক আগে ইসরায়েলের গার্ডরা পিটিয়ে তার হাত ও আঙুল ভেঙে দিয়েছে। তার অভিযোগ, কারাগারে তাকে ন্যূনতম চিকিৎসাও দেয়নি। কেবল ফিলিস্তিনে হস্তান্তর করার সময় রেড ক্রসের সদস্যরা তার ভাঙা হাত একটি কাপড়ে ঝোলানো অবস্থায় পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১০

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১১

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১২

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৩

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৪

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৫

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৬

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৭

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৮

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৯

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

২০
X