কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ঈদে ফিলিস্তিনি শিশুরা খুঁজছে হারানো মা-বাবাকে

ধ্বংস্তুপের পাশে একটি পরিবার। ছবি : সংগৃহীত
ধ্বংস্তুপের পাশে একটি পরিবার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

এখনো মৃত্যু আর আতঙ্কের নাম গাজা। এমন বাস্তবতায় ফিলিস্তিনিদের মাঝে এসেছে আরেকটি ঈদ।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশের মতো রোববার গাজাতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। কিন্তু সেখানে নেই ঈদানন্দ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর।

যদিও দক্ষিণ গাজায় বেশি পরিমাণে ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু তাতেও ফেরেনি গাজার সেই চিরচেনা ঈদ।

কেমন কাটছে গাজাবাসীর ঈদুল আজহা? কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম তা তুলে ধরেছে সবিস্তারিত। যা অত্যান্ত করুণ।

সাধারণত ঈদের ছুটি ও আনন্দ ফিলিস্তিনিরা পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেন। কিন্তু এবার ব্যাপক বাস্তুচ্যুতি আর তীব্র খাদ্যসংকটের মাঝেই কাটছে ফিলিস্তিনিদের ঈদ।

গত অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বড় একটি অংশ নারী ও শিশু। বেঁচে থাকা এতিম শিশুরা ঈদের দিনে খুঁজে ফিরছে নিহত বাবা-মাকে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

এদিকে কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আল-আকসা প্রাঙ্গণে ঈদ জামায়াতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আল-আকসা মসজিদে ঈদ জামাতে শামিল হয়েছেন ফিলিস্তিনিরা।

ভোর থেকেই পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই নিজ পরিবার ও এতিম শিশুদের নিয়ে আসেন নামাজে। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে অনেক ফিলিস্তিনি লাঞ্ছিত হওয়ার খবর এসেছে।

বার্তা সংস্থা আনাদোলু এর এক প্রতিবেদন বলছে, আল-আকসা মসজিদে প্রায় ৪০ হাজার মুসুল্লি রোববার ঈদ-উল-আজহার নামাজ আদায় করেছেন। তবে কয়েক হাজার মুসুল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সেখানে ছিল না ঈদের কোনো আমেজ। বরং ইসরায়েলি নিষ্ঠুরতার জন্য শোক প্রকাশ করেছেন তারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় নামাজ পড়তে আসা মুসুল্লিদের ওপর হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

দখলদার ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে মুসুল্লিদের পরিচয়পত্র পরীক্ষা করে। অনেক যুবককে মসজিদের প্রবেশে বাধা দেয় এবং মসজিদের বাইরে নামাজ আদায় করতে বাধ্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X