কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পদক্ষেপে আকাশে বিপদে ভারত

ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত
ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় মুখোমুখি ভারত ও পাকিস্তান। এ ঘটনায় ইসলামাবাদকে অভিযুক্ত করে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। এর মধ্যে অন্যতম হলো, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া। পাকিস্তানে পাল্টা এ পদক্ষেপে আকাশে বিপদে পড়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সিদ্ধান্তে চিন্তিত ভারতের বিমান সংস্থাগুলো। কারণ, বিকল্প রুটে বিমান চালাতে বাড়তি খরচ গুনতে হবে। পথ দীর্ঘ হওয়ায় সময় বেশি লাগবে। এতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো শিডিউল বিপর্যয়ে পড়তে পারে।

পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টা পর ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এক্স-এ বার্তায় দুজনেই বলেছে, বিকল্প বর্ধিত রুটে ফ্লাইট পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিলম্বিত অথবা নতুন শিডিউল জারি করা হতে পারে।

উভয় বিমান সংস্থাই জানিয়েছে, তারা এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময় এবং সময়সূচি দুবার পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা, দূতাবাসের কর্মী কমানোসহ আরও কয়েকটি ব্যবস্থা।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর ভিজ্যুয়ালে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশে যাত্রা করার সময় প্রধানমন্ত্রীর ভারতীয় বিমানবাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেয়।

ফেরার পথে মোদিকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের ওপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের ‍দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়। এবার ভারতীয় বেসামরিক বিমান সংস্থাগুলোরও এভাবে দূর পথ বেছে নিতে হবে। ফলে তাদের যাতায়াতে বেশ খানিকটা সময় বেশি লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

আসলেই কি পিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন পাইক্রফট?

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

১০

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

১১

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১২

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১৩

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৫

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৬

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৭

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৮

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৯

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

২০
X