কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ইসরায়েলি হ্যারোপ ড্রোন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হ্যারোপ ড্রোন। ছবি : সংগৃহীত

পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। দেশটির অন্তত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।

আইএসপিআর আরও দাবি করেছে, গত ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের ৫টি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন এবং সেনাসদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে দেবে।

এদিকে ভারতের হামলার পর দেশটিতে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠকে ভারতের হামলাকে উসকানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।

এনএসসি জানায়, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ ও বাসাবাড়িসহ বেসামরিক এলাকায় হামলা চালিয়ে নারী, শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ।

কমিটি আরও জানিয়েছে, এই ধরনের হামলার মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি করা, এবং এই সংঘাতমূলক পরিস্থিতির পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তায়।

এনএসসি আরও জানিয়েছে, জাতিসংঘের সনদের অনুচ্ছেদ ৫১ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে। এ লক্ষ্যে, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতিউত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে চালানো হামলায় তিনজন নিহত হন, আহত হন এক মেয়ে ও এক ছেলে। কোটলির আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে, আহত হন এক মা ও তার মেয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

জুলাই যোদ্ধাকে ৩২ টুকরো করার হুমকি

আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : রিজভী 

কাজের সময় যত কম, শরীর ও মন তত ভালো : গবেষণা

সিলেটের ডিসি হলেন সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার

রক্তমাখা টাকায় জট খুলল রুবেল হত্যার রহস্য

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

ডাকসু নির্বাচন / ছাত্র অধিকারের প্যানেলে ভিপি বিন ইয়ামিন, জিএস সাবিনা

প্রয়াত শেফালিকে বুকে খোদাই করলেন স্বামী পরাগ

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০

শরীর ঠিক রাখতে একটি মাত্র তরল, জানুন আয়ুর্বেদ কী বলছে

১১

কবে থেকে বৃষ্টি বাড়বে জানাল আবহাওয়া অফিস

১২

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

১৩

হিমির রোমাঞ্চকর বাঞ্জি জাম্প

১৪

৬ মাসেই ধসে গেল কোটি টাকার রাস্তা

১৫

‘নতুন কুঁড়ি’ র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ হকি দল

১৭

‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ কর্মীর

১৮

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে গলব্লাডার ক্যানসার

১৯

১১ এনজিও থেকে ঋণ নেওয়া আকবরের কাণ্ড

২০
X