বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে সমর্থন, ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুর্কি  প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের ৯টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। পাকিস্তানের পক্ষে কাজ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) বৃহস্পতিবার ভারতের ৯টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে। ১৫ মে জারি করা একটি আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিসিএএস-এর মহাপরিচালকের ক্ষমতাবলে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র অবিলম্বে বাতিল করা হলো।

সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন, কান্নুর, চেন্নাই এবং গোয়ার এমওপিএ বিমানবন্দরে কাজ করে আসছে। এই সংস্থাটি বিদেশি এয়ারলাইন্স এবং কার্গো অপারেটরদেরও সেবা প্রদান করে। কর্মকর্তাদের মতে, সেলেবি বিশাখাপত্তনম বিমানবন্দরে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় ছিল।

সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঙ্গলবার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (এমআইএএল)-এর কাছে একটি চিঠিতে বলেছেন, আমরা স্পষ্ট করতে চাই, সিএনএএস একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা, যার কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো বিদেশি দেশ বা তার সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এই বিবৃতি মুম্বাইয়ের একনাথ সিন্ধে নেতৃত্বাধীন শিবসেনার একটি চিঠির জবাবে দেওয়া হয়েছে, যেখানে তুরস্কের এই সংস্থার কার্যক্রমের অনুমতি বাতিলের দাবি জানানো হয়েছিল। শিবসেনার বিধায়ক মুর্জি প্যাটেল বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা একটি চিঠিতে বলেছেন, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক বৈরী বিবৃতির পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকার পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে, যা গুরুতর উদ্বেগের কারণ। সেলেবি এনএএস, একটি তুরস্কের কোম্পানি, ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী এবং কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করে। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এর উপস্থিতি এবং কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা সৃষ্টি করতে পারে, যা উপেক্ষা করা উচিত নয়।

সেলেবির সিইও-এর চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে এটি একটি ভারতীয় ব্যবসায়িক সংস্থা হিসেবে পরিচালিত হয়। চিঠিতে বলা হয়, ভারতে আমাদের ব্যবসা সম্পূর্ণভাবে একটি ‘ভারতীয়’ ব্যবসা, যা ভারতীয় নাগরিকদের দ্বারা পরিচালিত এবং মুম্বাইয়ের স্থানীয় বাজারে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত বিনিয়োগ এফআইপিবি ছাড়পত্রের মাধ্যমে এবং এফডিআই নিয়ম অনুযায়ী করা হয়েছে। আমাদের বোর্ডের কোনো পরিচালক তুরস্কের নাগরিক নন, যেমনটি অভিযোগ করা হচ্ছে। বর্তমানে আমরা মুম্বাইয়ে ৩০০০-এর বেশি ভারতীয় কর্মী নিয়োগ করেছি। আমরা ভারতের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত কোম্পানি এবং আমাদের সকল কর্মী পুলিশ যাচাই এবং পুঙ্খানুপুঙ্খ পটভূমি পরীক্ষার পর বিমানবন্দরে কাজে নিয়োজিত হন।

চিঠিতে আরও বলা হয়, সিএনএএস একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা, যার কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো বিদেশি দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো যোগসূত্র নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১০

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১১

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১২

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৩

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৪

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৫

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১৬

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১৭

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১৮

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৯

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

২০
X