তুরস্কের ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মাগরিবের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে একটি রেহেলের নিচে কিছু কাগজপত্র রাখেন। এরপর তিনি সেগুলোর ওপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে মসজিদের ইমাম দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার কাছ থেকে দাহ্য পদার্থও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর থেকে মসজিদটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন