ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিন্দুর
পুলিশ এক বিবৃতিতে জানায়, শুক্রবার গভীর রাতে ৩০ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।
দুর্ঘটনায় ১১ জন নারী ও ৪ জন পুরুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, চালক হালকা আঘাত পেয়েছেন। তার শরীরে অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তাকে থানায় নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন