কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

গ্যাং সহিংসতার পর কেন্দ্রীয় ব্যাংকে হামলা, নিহত ৩

হাইতির কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত
হাইতির কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

গ্যাং সহিংসতায় উত্তাল হাইতি। দেশটিতে সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় কারাগার থেকে পালিয়েছেন হাজারো বন্দি। এরপর এবার হাইতির কেন্দ্রীয় ব্যাংকে হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাইতির পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে হামলার ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

ব্যাংকের এক কর্মচারী এএফপিকে বলেন, একদল অপরাধী ব্যাংক অব দ্য রিপাবলিক অব হাইতিতে (বিআরএইচ) হামলা চালিয়েছে। এতে চারজনের ওপরে নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও এক নিরাপত্তারক্ষী।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে নিজেদের কমিউনিটির সুরক্ষা দেওয়ায় ধন্যবাদ জানিয়েছে।

গ্যাং সহিংসতায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল অবস্থায় রয়েছে হাইতি। দেশটিতে গ্যাং সদস্যরা কয়েকদিন আগে কারাগারে হামলা চালিয়ে হাজার হাজার বন্দিকে বের করে নেয়। এরপর থেকে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। গ্যাং সদস্যরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিআরএইচ জানিয়েছে, রুয়ে পাভিতে গতকাল আমাদের সাইটের কাছের ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও ব্যাংকের সিকিউরিটি টিম পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করেছে। তারা এ ঘটনায় নিজেদের কর্মকর্তা ও স্টেট পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।

গ্যাং সহিংসতার আন্দোলনের পর হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে রাজধানীতে যে কয়েকটি প্রতিষ্ঠান চালু রয়েছে তারমধ্যে এটি অন্যতম।

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এক কর্মকর্তা জানান, হামলার তিন অথবা চারজন ক্রিমিনাল নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে এক গার্ড সদস্য আহত হয়েছেন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

উল্লেখ্য, হাইতির সাবেক পুলিশ কর্মকতা জিমি চেরিজিয়ার গ্যাং সহিংসতায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশটিতে বারবিকিউ হিসেবে পরিচিত। মূলত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরিকে পদত্যাগে বাধ্য করার জন্য তিনি এ সহিংসতা চালিয়ে আসছেন।

দেশটির এ গ্যাং সদস্যরা এর আগে দুটি কারাগারে হামলা চালায়। এতে হাজারো বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকজন নিহতও হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১০

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১১

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১২

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৩

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৪

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৫

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৬

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৭

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৮

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

১৯

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

২০
X