যুক্তরাজ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসারে তাদের আটক করা হয়েছে। দেশটির নগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সানডে টাইমসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আটক ওই দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ২০ বছর। তার বিরুদ্ধে গবেষণার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। আটক ওই ব্যক্তির সাথে কয়েকজন এমপি, নিরাপত্তা মন্ত্রী টম তুগেনধাত ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আলিসিয়া কিরনের সাথে যোগাযোগ ছিল।
পুলিশ জানিয়েছে, আটক করা অপর ব্যক্তির বয়স ৩০ বছর। তাকে গত মার্চ মাসে পৃথক তিনটি ঠিকানায় অভিযান চালিয়ে আটক করা হয়। তবে বিষয়টি নিয়ে নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তাদের কেউই মন্তব্য করতে রাজি হননি।
নগর পুলিশের এক কর্মকর্তা জানান, আটকদের মধ্যে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে অক্সফোর্ডশায়ার এবং ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে ইডেনবার্গ থেকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাসার সব মালামালও জব্দ করা হয়েছে। পরে তাদের সাউথ লন্ড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এরপরে তারা অক্টোবর পর্যন্ত জামিনে রয়েছেন। এ ঘটনায় কাউন্টার টেরোরিজম কমান্ড তদন্ত করছে।
বিবিসি জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি একজন গবেষক। তিনি আন্তর্জাতিক নীতি নিয়ে কাজ করতেন। তার সাথে নিরাপত্তামন্ত্রীর গত সেপ্টেম্বর থেকে সখ্যতা ছিল। তে মন্ত্রী জানিয়েছেন, তার সাথে মাত্র কয়েকজন ব্যক্তির যোগাযোগ আছে। অভিযুক্ত ব্যক্তির সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। অভিযুক্ত ওই ব্যক্তির নামও প্রকাশ করেনি সানডে টাইমস। তবে তিনি একটা সময় চীনে বসবাস করতেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কনজারভেটিভ পার্টির এমপি এলিসিয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
মন্তব্য করুন