কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

সরে দাঁড়ালেন বাইডেন, প্রার্থিতার পথে এগিয়ে কমলা হ্যারিস

প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বাইডেন। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জো বাইডেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলীয় নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন বাইডেন।

বাইডেন সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন কমলা হ্যারিস। সবকিছু ঠিকঠাক থাকলে ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি।

এক্স পোস্টে জো বাইডেন লিখেছেন, আমার সরে দাঁড়ানোটা আমার দল, আমার দেশ ও আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।

বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। দলের ভেতরে এবং বাহিরে আলোচনা হচ্ছিল তার বয়স নিয়ে। আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার কথা ছিল। তবে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছেন কমলা হ্যারিস। কমলা বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার বিষয়ে তার নাম আগেও এসেছে। এবার সে-পথে আরও একধাপ এগিয়ে গেছেন তিনি।

যাদের ভোটে দলের প্রার্থী নির্বাচিত হয়, সেই ডেলিগেটদের (প্রতিনিধি) অধিকাংশই সোমবার কমলার পক্ষে দাঁড়িয়েছেন। সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলের প্রাইমারিতে (প্রাথমিক বাছাই) প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নেন ডেলিগেটরা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে গত সোমবার প্রকাশিত খবর বলছে, কমলা হ্যারিস এরই মধ্যে দলের প্রায় ৪ হাজার ডেলিগেটের মধ্যে ১ হাজার ৯৭৬ জনের সমর্থন পেয়েছেন। দলের জাতীয় সম্মেলনে প্রার্থী হিসেবে মনোনীত হতে এই সমর্থন যথেষ্ট।

এই খবর প্রকাশের পর ওই দিন রাতে এক বিবৃতিতে কমলা বলেন, দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত। একইসঙ্গে জোরালোভাবে নির্বাচনী প্রচার শুরু করার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

৬২৯ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা

১০

বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে ছোট বোন

১১

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর সময় পরিবর্তন

১২

‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

১৩

লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১৪

অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ১২ দলীয় জোট

১৫

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’ সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহ

১৬

দুই দফা দাবিতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর 

১৭

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

১৮

শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা উত্তর সিটি

১৯

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক

২০
X