কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

সরে দাঁড়ালেন বাইডেন, প্রার্থিতার পথে এগিয়ে কমলা হ্যারিস

প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বাইডেন। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জো বাইডেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলীয় নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন বাইডেন।

বাইডেন সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন কমলা হ্যারিস। সবকিছু ঠিকঠাক থাকলে ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি।

এক্স পোস্টে জো বাইডেন লিখেছেন, আমার সরে দাঁড়ানোটা আমার দল, আমার দেশ ও আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।

বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। দলের ভেতরে এবং বাহিরে আলোচনা হচ্ছিল তার বয়স নিয়ে। আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার কথা ছিল। তবে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছেন কমলা হ্যারিস। কমলা বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার বিষয়ে তার নাম আগেও এসেছে। এবার সে-পথে আরও একধাপ এগিয়ে গেছেন তিনি।

যাদের ভোটে দলের প্রার্থী নির্বাচিত হয়, সেই ডেলিগেটদের (প্রতিনিধি) অধিকাংশই সোমবার কমলার পক্ষে দাঁড়িয়েছেন। সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলের প্রাইমারিতে (প্রাথমিক বাছাই) প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নেন ডেলিগেটরা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে গত সোমবার প্রকাশিত খবর বলছে, কমলা হ্যারিস এরই মধ্যে দলের প্রায় ৪ হাজার ডেলিগেটের মধ্যে ১ হাজার ৯৭৬ জনের সমর্থন পেয়েছেন। দলের জাতীয় সম্মেলনে প্রার্থী হিসেবে মনোনীত হতে এই সমর্থন যথেষ্ট।

এই খবর প্রকাশের পর ওই দিন রাতে এক বিবৃতিতে কমলা বলেন, দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত। একইসঙ্গে জোরালোভাবে নির্বাচনী প্রচার শুরু করার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১০

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১১

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১২

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৩

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৪

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৫

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৬

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৭

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৮

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৯

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

২০
X