কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

কত টাকার বিনিময়ে ছাড়া পেলেন ট্রাম্প?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি

আবারও গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়া রাজ্যের ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমার্পণ করলে আদালত তাকে গ্রেপ্তার করে। পরে অবশ্য বেল বন্ডের মাধ্যমে ছাড়া পেয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ফুল্টন কাউন্টি কোর্টে হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ২০ মিনিট কারাগারে ছিলেন। পরে বেল বন্ড দাখিল করে জামিন পান।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ট্রাম্পকে ২ লাখ ডলারের বেল বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। তবে আদালতে তাকে আবেদন করে পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আদালত ট্রাম্পের আঙ্গুলের ছাপ ও মাগশট নিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম ট্রাম্পেরই মাগশট ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। মাগশট মূলত আদালতে কোনো চিহ্নিত অপরাধীর বিভিন্ন দিক থেকে নেওয়া ছবিকে বলা হয়।

ট্রাম্প এর আগেও চলতি বছরে একবার গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আদালতে জামিন পেয়ে জর্জিয়া ফিরে যান ট্রাম্প। এ সময় তিনি এ প্রক্রিয়াকে ‘বিচারিক প্রতারণা’ বলে মন্তব্য করেন। এর আগে তিনি জর্জিয়ার এ মামলাকে নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত বলে মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস জানান, এ মামলায় ট্রাম্পসহ বাকিদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের পরবর্তী কার্যক্রমের অংশ হচ্ছে বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি তাদের আগামী ২৫ আগস্টের পর্যন্ত আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

এর আগে, গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

১০

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

১১

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

১২

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১৩

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১৪

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১৫

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৬

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৮

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৯

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

২০
X