কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:১৭ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ

মার্কিন পতাকা ও শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত।
মার্কিন পতাকা ও শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে।

মঙ্গলবার (২৭ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি অভ্যন্তরীণ স্মারকপত্র অনুযায়ী, এই নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত এই স্মারকপত্রে বলা হয়েছে, দূতাবাস এবং কনস্যুলেটগুলোকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র বা এক্সচেঞ্জ ভিসার জন্য কোনো অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের অনুমতি না দেওয়ার’ নির্দেশ দেওয়া হয়েছে।

স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, পররাষ্ট্র দপ্তর ‘সকল ছাত্র ভিসা আবেদনের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই প্রক্রিয়া সম্প্রসারণের নির্দেশনা জারির পরিকল্পনা করছে।’

এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের উপর চাপ বাড়িয়ে চলেছে। গত সপ্তাহে প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করেছিলেন। তার এ পদক্ষেপ ফিলিস্তিনপন্থি বিক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় কর্মসূচির প্রতিক্রিয়ার কারণে উত্তপ্ত বিরোধের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে, একজন ফেডারেল বিচারক এই পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেছেন।

ভিসা প্রক্রিয়াকরণ স্থগিতের পাশাপাশি, মার্কো রুবিও বিদেশি ছাত্রদের শত শত ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছেন। এজন্য কারণ হিসেবে সামান্য আইনি লঙ্ঘন বা ফিলিস্তিনপন্থি বক্তব্য বা সমর্থনের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই স্মারকপত্র সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, আমরা দেশে কারা প্রবেশ করছে তাদের যাচাই-বাছাই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর উল্লেখিত লক্ষ্য হলো, এখানে আগত ব্যক্তিরা আইন সম্পর্কে সচেতন হবেন, তাদের কোনো অপরাধমূলক উদ্দেশ্য থাকবে না এবং তারা এখানকার অভিজ্ঞতায় অবদান রাখবেন, তাদের থাকার মেয়াদ যত দীর্ঘ বা স্বল্পই হোক না কেন।

ব্রুস আরও জানান, ছাত্র ভিসার জন্য আবেদনকারীদের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত, তবে তাদের উচ্চতর যাচাই-বাছাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আপনি যদি ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া এবং পদক্ষেপগুলো অনুসরণ করুন এবং যাচাই-বাছাইয়ের জন্য প্রস্তুত থাকুন।

রুবিওর পাঠানো বার্তায় ভিসা প্রক্রিয়া স্থগিত থাকার সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে তিনি কূটনৈতিক স্টাফদের আশ্বস্ত করেছেন যে, “কয়েক দিনের মধ্যে” এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X