বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
রয়টার্সের জরিপ

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান অধিকাংশ মার্কিনিরা

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান অধিকাংশ মার্কিনিরা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিউইয়র্কে মার্কিন নাগরিকদের বিক্ষোভে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ ডেমোক্র্যাট ও ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে।

ছয় দিন ধরে চলা এ জরিপ গত সোমবার শেষ হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন, বাকিরা অনিশ্চিত ছিলেন বা প্রশ্নের উত্তর দেননি।

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রায় অর্ধেক (৫৩ শতাংশ) এ স্বীকৃতির বিপক্ষে, আর ৪১ শতাংশ রিপাবলিকান বলেছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতিকে সমর্থন করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই লক্ষাধিক ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে হয়। কয়েক দশক ধরে এই অঞ্চলে সংঘাত চলছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজার ফিলিস্তিনি বসতিগুলোর বড় অংশে নির্বিচারে বোমাবর্ষণ করেছে। জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষ বলেছেন, গাজায় ইসরায়েলের প্রতিক্রিয়া ‘অতিরিক্ত’ ছিল। এর বিপক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ।

এ বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে এসেছেন। তিনি এই যুদ্ধে মূলত ইসরায়েলকেই সমর্থন করেছেন। তবে এই মাসে তার মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা দীর্ঘস্থায়ী শান্তির ইঙ্গিত দেয়।

জরিপে দেখা গেছে, যদি এই শান্তি স্থায়ী হয়, তবে মার্কিন জনগণ ট্রাম্পকে তার কৃতিত্ব দিতে প্রস্তুত। ৫১ শতাংশ উত্তরদাতা বলেছেন, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘কৃতিত্বের দাবিদার’, যেখানে ৪২ শতাংশ তাকে এই কৃতিত্ব দিতে চান না।

যদিও ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৫ শতাংশ ট্রাম্পের সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট, তাদের এক চতুর্থাংশ বলেছেন, যদি শান্তি বজায় থাকে তবে ট্রাম্প কৃতিত্ব পাওয়ার যোগ্য।

তবে এই শান্তি এখনো অনিশ্চিত। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে মার্কিন কূটনীতিকরা ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়িয়েছেন, যাতে ট্রাম্পের পরিকল্পনাটি আবার কার্যকর হয়।

হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিধি এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ প্রশাসন নিয়ে মূল প্রশ্নগুলো এখনো অনির্ধারিত রয়ে গেছে।

রয়টার্স ও ইপসোস জরিপ অনুযায়ী, ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ে জনসমর্থন সামান্য বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে। যা চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির আগের জরিপে ছিল ৩৩ শতাংশ। এটি গত জুলাইয়ের পর ট্রাম্পের সর্বোচ্চ জন সমর্থনের হার।

এই জরিপটি অনলাইনে পরিচালিত হয়। ৪ হাজার ৩৮৫ মার্কিন নাগরিক এই জরিপে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

১২

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

১৩

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৪

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

১৫

প্রধান উপদেষ্টাকে যেসব বার্তা দিল জামায়াত

১৬

জাতীয় দলের ব্যাটিং কোচের দৌড়ে আশরাফুল!

১৭

ধানের শীষ নিরাপত্তার প্রতীক : কবির আহমেদ

১৮

বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

১৯

সংবাদ সম্মেলনে নেতারা / ‘একে আজাদের গাড়িবহরে হামলায় সম্পৃক্ততা নেই যুবদলের’

২০
X