

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি না হলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না।
দোহায় বিমান রিফুয়েলিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চাই মস্কো ও কিয়েভ অবিলম্বে যুদ্ধ বন্ধ করুক। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না, যা হতাশাজনক।
তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন ট্রাম্প। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়, তবে ভবিষ্যতে বৈঠক হতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, দুই নেতার বৈঠক এখনো সম্ভব, তবে সেটি তখনই হবে যখন তা বাস্তব ও ইতিবাচক ফলাফল বয়ে আনবে। সূত্র : শাফাক নিউজ
মন্তব্য করুন