

ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা প্রশমিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শনিবার (২৫ অক্টোবর) আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীন। এ বৈঠককে আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ওয়াশিংটন ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বেইজিংয়ের বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের জবাব হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকটি কুয়ালালামপুরের মারদেকা ১১৮ টাওয়ারে অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় দেশ প্রযুক্তি রপ্তানি সীমাবদ্ধতা, শুল্কনীতি ও যুক্তরাষ্ট্রে চীনের সয়াবিন রপ্তানি স্থগিতের বিষয়গুলো নিয়েও কথা বলছে বলে জানা গেছে।
চীন ও যুক্তরাষ্ট্র মে মাসে একটি সীমিত বাণিজ্য যুদ্ধবিরতিতে পৌঁছায়। এটি শুল্ক কমানো ও বিরল খনিজ রপ্তানি পুনরায় চালু করতে সহায়তা করেছিল। তবে পরে যুক্তরাষ্ট্র নতুন করে চীনা কোম্পানিগুলোকে রপ্তানি কালো তালিকায় অন্তর্ভুক্ত করলে এবং চীন পাল্টা নিষেধাজ্ঞা দিলে সেই সমঝোতা ভেঙে যেতে শুরু করে।
মন্তব্য করুন