কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বোয়িংয়ের বিমান নিয়ে উঠে এলো ভয়ংকর তথ্য

রোয়িংয়ের তৈরি বিমান। ছবি : সংগৃহীত
রোয়িংয়ের তৈরি বিমান। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম উড়জাহাজ প্রস্তুতকারক কোম্পানি বোয়িং। বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে তাদের তৈরি বিমান। তবে এবার সামনে এসেছে ভয়ংকর তথ্য। কোম্পানিটির কয়েকশ বিমান মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিমান পরিষেবার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বোয়িংয়ের ৭৭৭ সিরিজের অন্তত ৩০০ বিমান মাঝ আকাশে উড্ডয়নের ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বিমানকে ত্রুটিযুক্ত বলে শনাক্ত করা হয়েছে এগুলোর সবই যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রুটে পরিচালিত হয়ে আসছে। এ তালিকায় যুক্তরাষ্ট্রের বাইরে অন্য যেসব দেশে বোয়িং ৭৭৭ সিরিজের বিমানগুলোকে রয়েছে তাদের যুক্ত করা হয়নি। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে থাকা একই সিরিজের অন্য ‍বিমানগুলো ঝুঁকির বাইরে নয়।

এফএএ জানিয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে ৭৭৭ সিরিজের ৭৭-২০০, ২০০ এলআর, ৭৭৭-৩০০, ৩০০ ইআর এবং ৭৭৭ এফ উপসিরিজের বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে তাদের ১৬টি বিমান রয়েছে। এরমধ্যে চারটি বিমান ৭৭৭-৩০০ সিরিজের। ছোট ছোট যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়ছে বিমানগুলো।

মার্কিন এ সংস্থার তথ্যমতে, বিমানগুলোর জ্বালানি ট্যাংক শীতল এবং ঝুঁকিমুক্ত রাখতে যে প্রযুক্তি বা ইগনেশন সোর্স ব্যবহা করা হয়েছে তা অত্যন্ত দুর্বল। ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে তা জ্বালানি ট্যাংকে প্রভাব ফেলতে পারে। এতে করেই মাঝ আকাশে ঝুঁকিতে পড়বে বিমানগুলো।

এফএএ জানিয়েছে, এ সমস্যার জন্য দায়ী বিমানের ফুয়েল ট্যাংকের ভেতরে থাকা ত্রুটিপূর্ণ ইগনিশন সোর্স। এছাড়া তারা অবিলম্বে বোয়িং কর্তৃপক্ষকে ৭৭৭ সিরিজের সব বিমান পরীক্ষার নির্দেশ দিয়েছে।

১৯১৬ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বোয়িং কোম্পানি প্রতিষ্ঠিত হয়। পরে এর সদরদপ্তর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে স্থানান্তর করা হয়। ১০০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও দাপট দেখাচ্ছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বিমান পরিবহন সংস্থা আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ার‌লাইন্সের সব অপারেশন বোয়িং সিরিজের বিমান দিয়ে পরিচালনা করে আসছে।

এর আগে ২০২১ সালে বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। অভিযোগের তদন্ত শেষে ওই বছরই ড্রিমলাইনার সিরিজের বিমান তৈরি স্থগিতের নির্দেশ দেয় এফএএ। এ ছাড়া এই সিরিজের সব বিমান গ্রাউন্ডেড করে যথাযথ পরীক্ষা এবং ত্রুটি সারানোর দেয় নির্দেশ দেয় এফএএ।

এরপর ২০২৩ সালের শেষদিকে ৭৭৭ সিরিজের বিমানের বিরুদ্ধেও যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। ফলে এটি নিয়ে জানুয়ারি থেকে তদন্ত শুরু করে এফএএ। বৃহস্পতিবার এ তদন্তের ফলাফল প্রকাশ করা হয়। তবে এফএএর বিবৃতিতের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বোয়িং কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন আখতার 

রায় শুনে যা বললেন মুগ্ধর বাবা

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন

শেখ হাসিনার ফাঁসির রায়, যে প্রতিক্রিয়া জানালেন অ্যাটর্নি জেনারেল

ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’

হাসিনার ফাঁসির রায় নির্বাচনের আগে কার্যকরের দাবি সারজিসের

হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়

আজকের রায় পৃথিবীর জন্য নজির : ওসমান হাদি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ‘মঞ্চ ২৪’-এর গণসিজদাহ

হাসিনা-কামালের ফাঁসির রায়, জামায়াতের প্রতিক্রিয়া

১০

শেখ হাসিনার ফাঁসির রায়ে সালাহউদ্দিনের প্রতিক্রিয়া

১১

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১২

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ

১৩

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

১৪

যে যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার

১৫

শেখ হাসিনার ফাঁসির রায়ে ট্রাইব্যুনালের সামনে মানুষের উল্লাস

১৬

নারীদের মধ্যে যে ৮ জিনিস খোঁজে পুরুষরা

১৭

হাসিনা ও কামালের ফাঁসির রায়, মামুনের ৫ বছর কারাদণ্ড

১৮

সাবেক আইজিপি মামুনের ৫ বছরের জেল 

১৯

আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ

২০
X