বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

মহাস্থান হাটে ১২ হাজার কাঁঠাল বিক্রি প্রতিদিন

যাচ্ছে বিভিন্ন জেলায়
বগুড়ার মহাস্থান হাটে কাঁঠালের ব্যবসা জমে উঠেছে। এ হাট থেকে কাঁঠাল কিনে ট্রাকে করে নিয়ে যান পাইকাররা। ছবি : কালবেলা
বগুড়ার মহাস্থান হাটে কাঁঠালের ব্যবসা জমে উঠেছে। এ হাট থেকে কাঁঠাল কিনে ট্রাকে করে নিয়ে যান পাইকাররা। ছবি : কালবেলা

বগুড়ার মহাস্থান হাটে জাতীয় ফল কাঁঠালের ব্যবসা জমে উঠেছে। বাংলা সনের আষাঢ় মাস শুরু হলেই বেড়ে যায় কাঁঠালের ব্যবসা। দূর-দূরান্ত থেকে পাইকাররা এসে এ হাট থেকে কাঁঠাল কিনে ট্রাকে করে নিয়ে যান। প্রতিদিন এই হাট থেকে কমপক্ষে ৮ থেকে ১০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, যা সংখ্যায় দাঁড়ায় ১০ থেকে ১২ হাজার। সারা দেশে কাঁঠালের যে চাহিদা, তার অনেকটাই জোগান দেয় বগুড়ার এ ঐতিহ্যবাহী মহাস্থান হাট।

শিবগঞ্জ কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ হাটে বগুড়া ছাড়াও আশপাশের জেলা জয়পুহাট, নওগাঁ ও গাইবান্ধা থেকে কাঁঠাল ব্যবসায়ীরা কাঁঠাল আমদানি করেন। চড়া দামে কাঁঠাল কেনাবেচা হয় মূলত ফল মৌসুমের শুরুতে এবং শেষে। তবে এবার আমদানি বেশি হওয়ায় অনেকটা স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে এ হাটের কাঁঠাল।

বাংলা সনের দ্বিতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে আতিথেয়তায় বাঙালিরা ফলের পরসা সাজিয়ে বসে। আর এই জ্যৈষ্ঠ শেষে আষাঢ়ে জাতীয় ফল কাঁঠাল বেচাকেনার ধুম পড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাটে।

সূত্র বলছে, গত বছর মহাস্থানের আমদানিকৃত কাঁঠাল প্রতিদিন ১২ থেকে ১৫ ট্রাক ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রপ্তানি করা হতো। সে হিসেবে এবার কাঁঠালের আমদানি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারপরও আশানুরূপভাবে প্রতিদিনই মহাস্থান হাটে কাঁঠালের আমদানি হচ্ছে জেলায় জেলায়।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে কাঁঠাল সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারপর ভ্যানে করে নিয়ে আসেন এ হাটে। তাদের কাছ থেকে আড়তদাররা কাঁঠাল কিনে কমিশনে সারা দেশে সরবরাহ করে থাকেন। এবার প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাকে ১০ থেকে ১২ হাজার পিস ছোট, মাঝারি ও বড় কাঁঠাল যাচ্ছে সারা দেশে।

শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের ব্যবসায়ী মমিন মিয়া বলেন, মহাস্থান হাটে কাঁঠালের ব্যবসা হয় তিন মাস। এবারের ব্যবসা স্বাভাবিক।

ব্যবসায়ীরা জানান, মহাস্থান হাটের কাঁঠাল যাচ্ছে ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, লাকসাম, নোয়াখালী, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সিলেট থেকে আসা পাইকাররা জানান, এ এলাকায় প্রচুর পরিমাণে কাঁঠালের চাষ হয়। তাই মৌসুমজুড়ে অনেক কাঁঠাল পাওয়া যায় বলে সিলেট থেকে এসেছি মহাস্থানের বিভিন্ন আড়ত থেকে কাঁঠাল কিনে ট্রাকভর্তি করে নিয়ে যাই।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বগুড়ার শস্য ভান্ডার হিসেবে খ্যাত শিবগঞ্জ উপজেলায় কাঁঠালের বাণিজ্যিক বাগান না থাকলেও বাড়ির আশপাশে কাঁঠালের কাঙ্ক্ষিত উৎপাদন হয়। পাশাপাশি আশপাশের জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও পাইকাররা এ হাটে কাঁঠাল বিক্রি করে লাভবান হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

১০

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

১১

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

১২

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

১৩

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১৫

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৬

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৮

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৯

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

২০
X