বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

গাজায় বর্বরতা থামানোর দাবিতে উত্তাল বিশ্ব

গাজায় বর্বরতা থামানোর দাবিতে উত্তাল বিশ্ব

গাজায় ইসরায়েলি বর্বরতার শততম দিন ছিল গতকাল রোববার। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে। ৭ অক্টোবর থেকে এখানে নিহত হয়েছে প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকে। গাজার ২৩ লাখ মানুষের প্রায় সবাই এখন উদ্বাস্তু জীবনযাপন করছে। একরকম না খেয়েই খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাদের। এতে ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে উপত্যকাজুড়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও গাজায় হামলা থেকে সরে আসছে না ইসরায়েলি বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর ৯৯তম দিনে যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ব। খবর বিবিসি ও আলজাজিরার।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে শনিবার হাজার হাজার ফিলিস্তিন-সমর্থক বিক্ষোভ করেন। গাজার প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর (বৈশ্বিক বিক্ষোভের দিন) অংশ হিসেবে রাজপথে নেমে তারা ফিলিস্তিনি ভূখণ্ডটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি সংগঠনের জোটের পক্ষ থেকে গ্লোবাল ডে অব অ্যাকশনের ডাক দেওয়া হয়। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের ৩০টি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। শনিবার ছিল ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ৯৯তম দিন। এদিন এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। ওয়াশিংটনে বিক্ষোভকারীদের অনেকে ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে একটি বড় অংশই ছিলেন তরুণ। তাদের অনেকেই ঐতিহ্যবাহী কেফিয়াহ পরেছিলেন।

শনিবার ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেওয়া লোকজন স্লোগান দেন—‘এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন’, ‘ফিলিস্তিনকে মুক্ত করুন’, ‘গাজায় যুদ্ধের অবসান করুন’। হোয়াইট হাউস থেকে সামান্য দূরে স্থাপিত একটি মঞ্চে কয়েক ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবেগঘন বক্তব্য দেন। গাজায় কীভাবে তাদের বন্ধু ও স্বজনদের হত্যা করা হয়েছে, তার বর্ণনা দেন। এই ফিলিস্তিনিদের মূল নিবাস গাজা উপত্যকায়, তবে এখন তারা মিশিগান, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থাকেন। ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানান তারা। বক্তব্য দেওয়া ফিলিস্তিনিদের একজন সমবেত মানুষদের উদ্দেশে বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়ার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সহজেই এসব বেপরোয়া কর্মকাণ্ড থামাতে পারেন।’

গাজায় যুদ্ধবিরতির দাবিতে শনিবার লন্ডনেও বিক্ষোভ হয়। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লন্ডনে সপ্তমবারের মতো এ বিক্ষোভ হলো। লন্ডনের বিক্ষোভে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সেখানে প্রায় ১ হাজার ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ২৭ বছর বয়সী স্বাস্থ্যকর্মী মালিহা আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের দেখাতে চাই যে, আমরা তাদের সঙ্গে আছি। তারা যেন আমাদের সরকারের বিপক্ষে আওয়াজ তুলতে পারে। ইসরায়েল যা করছে, তা চালিয়ে যেতে দিতে তারা খুব বড় ভূমিকা পালন করছে, যা হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ বিক্ষোভে মালিহার সঙ্গে তার পরিবারের সদস্যরাও অংশ নিয়েছিলেন। দিপেশ কোথার নামে ৩৭ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘বিশ্ব কিছুই করছে না—এটি এভাবে বসে বসে দেখতে থাকাটা অত্যন্ত হতাশার। এ কারণে আমরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আমাদের অসন্তোষ জানাতে এখানে এসেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

টক্সিক পরিবারে বড় হয়ে ওঠার কিছু মানসিক ট্রমা

চালকের বুদ্ধিতে বাঁচলেন বাস যাত্রীরা, প্রাণ গেল পিকআপ চালকের

মরে পড়ে আছে স্কুলছাত্র, পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাবেক কোচের ওপর ভরসা জিম্বাবুয়ের

ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে

মেসিকে টপকে গেলেন রোনালদো

নিয়োগ দিচ্ছে আড়ং

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

১০

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

১১

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

১২

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

১৩

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

১৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১৭

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

১৮

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

১৯

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

২০
X